দীর্ঘ প্রতীক্ষার অবসান, মসাগ্রাম হয়ে বাঁকুড়ার সঙ্গে জুড়ল হাওড়া, নয়া রেল পরিষেবায় খুশির হাওয়া
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৮ জুন ২০২৫
আরও কমবে সময়। মসাগ্রাম হয়ে বাঁকুড়ার সঙ্গে জুড়ে গেল হাওড়া। বাংলার মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণ করে পুরুলিয়া থেকে হাওড়া পর্যন্ত নতুন মেমু ট্রেন পরিষেবা (ট্রেন নম্বর ০৮১২১) চালু করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
শনিবার, সাঁতরাগাছি স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন হয়। বহু প্রতীক্ষিত এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় খুশির হাওয়া নিত্যযাত্রীদের মধ্যে। রেল সূত্রে খবর, ট্রেনটি ভোর ৪টেয় পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে। বেলা ১১টা ৪০মিনিটে হাওড়ায় পৌঁছবে। আবার বিকেল ৪টে ১৫মিনিটে হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। পুরুলিয়া পৌঁছবে রাত ১১টা ৫৫মিনিটে।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। উদ্বোধন হল পুরুলিয়া-হাওড়া রুটে নতুন ট্রেন পরিষেবার। শনিবার বহু প্রতীক্ষিত এই রুটের উদ্বোধন করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পুরুলিয়া, বাঁকুড়া ও হাওড়া-কে সরাসরি সংযুক্ত করে নতুন মেমু (MEMU) ট্রেন পরিষেবা চালু করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। সাঁতরাগাছি স্টেশন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই ট্রেনের উদ্বোধন করেন। পর্যটন ও অর্থনীতিতে জোয়ার আসবে এমনটা আশা রেলের তরফে।
মেমু ট্রেন পরিষেবা চালু হওয়ায় দক্ষিণবঙ্গের বহু জেলার সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। মসাগ্রাম হয়ে হাওড়া-পুরুলিয়া রুটে এই ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীরা আরও কম সময়ে এবং সহজে গন্তব্যে পৌঁছাতে পারবেন। আজকের উদ্বোধনী যাত্রায় দুপুর ১:৩০-এ পুরুলিয়া থেকে ছাড়ে পুরুলিয়া–হাওড়া মেমু স্পেশ্যাল। আজ রাত ৯:৩০-এ হাওড়া পৌঁছানোর কথা বিশেষ এই ট্রেনের।
নতুন মেমু স্পেশ্যাল ট্রেনটি চালু হওয়ার ফলে বাঁকুড়া,রানিগঞ্জ, দুর্গাপুর, সোনামুখী-সহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার দৈনন্দিন যাত্রী উপকৃত হবেন। এতদিন এই রুটে যাত্রীদের মসাগ্রামে ট্রেন বদল করতে হত। নতুন পরিষেবার ফলে সেই অসুবিধা দূর হবে।
রেল সূত্রে খবর, এই পরিষেবার পূর্ণাঙ্গ সময়সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সাধারণ মানুষ ও রেল যাত্রীরা। রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা শুধু যাতায়াতের নয়, বরং রাজ্যের অর্থনৈতিক এবং পর্যটন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।
রেলমন্ত্রী বলেন, “এই পরিষেবা শুধু যাতায়াত নয়, বাঁকুড়া-দামোদর রেলপথের ঐতিহ্যকেও পুনরুজ্জীবিত করবে।” পাশাপাশি এদিন রেলমন্ত্রী সাঁতরাগাছি স্টেশনে ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অগ্রগতি পরিদর্শন করেন। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশনে উন্নয়ন কাজ চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, হাওড়া ও বিষ্ণুপুরের সাংসদ, রাজ্যের একাধিক বিধায়ক ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।