• ব্যান্ডেল মোরে ব্যক্তির চুলের মুঠি ধরে মার যুবতীর – ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য!...
    আজকাল | ২৯ জুন ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে এক ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবতী রাস্তায় এক মধ্যবয়স্ক ব্যক্তিকে চুলের মুঠি ধরে টানছেন ও মারধর করছেন। ঘটনাটি ঘটেছে হুগলির ব্যান্ডেল মোর এলাকায়। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় ব্যান্ডেল মোর সংলগ্ন একটি কালী মন্দিরে বিপদ তাড়িনী পূজো চলছিল। সেই সময় মন্দির চত্বরে উপস্থিত ছিলেন ওই যুবতী। হঠাৎই এক ব্যক্তিকে লক্ষ্য করে রেগে আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ভিডিওতে দেখা যায়, হাতে বাজারের ব্যাগ নিয়ে এক ব্যক্তি দ্রুত পায়ে সরে যাওয়ার চেষ্টা করছেন। তাকে ধাওয়া করে ধরে ফেলেন ওই যুবতী এবং তারপর শুরু হয় চুল ধরে মারধর।

    ভিডিওতে শোনা যাচ্ছে, আশেপাশের আত্মীয়-পরিজন ও উপস্থিত দর্শনার্থীরা যুবতীকে জিজ্ঞেস করছেন, "কী হয়েছে?" উত্তরে যুবতী বলেন, “কখন থেকে দেখছি, দেখেই যাচ্ছে! এই লোকগুলোর জন্যই তো রাস্তায় মেয়েরা চলতে পারে না।” যদিও ভিডিও দেখে পুরো ঘটনার প্রেক্ষাপট বোঝা যাচ্ছে না, তবে অনুমান করা হচ্ছে যে কোনও ধরণের ইভ টিজিং বা অশালীন আচরণের অভিযোগেই ওই যুবতী প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখান। এখনও পর্যন্ত পুলিশে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয় সূত্রে খবর, যুবতী ও অভিযুক্ত ব্যক্তি দুজনেই এলাকা ছেড়ে চলে গেছেন।

    পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিও তারা খতিয়ে দেখছে এবং প্রয়োজনে অভিযুক্ত ও অভিযোগকারিণী—উভয়ের সঙ্গেই যোগাযোগ করা হবে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জনসমক্ষে এমন হেনস্থার ঘটনায় প্রশ্ন উঠছে—আইনের হাতে না দিয়ে নিজেই বিচার করা কি ঠিক? তবে ভিডিওর আওতায় যুবতীর ক্ষোভের কারণও সামাজিক মাধ্যমের অনেককে ভাবিয়ে তুলেছে।

    ঘটনার তদন্ত শুরু করেছে ব্যান্ডেল থানার পুলিশ।
  • Link to this news (আজকাল)