• কসবাকাণ্ডে ৫ সদস্যের SIT গঠন কলকাতা পুলিশের, উদ্ধার ঘটনার দিনের ভিডিও
    আজ তক | ২৯ জুন ২০২৫
  • কসবা ল'কলেজ গণধর্ষণ মামলার তদন্তে SIT গঠন করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ এসিপি প্রদীপ কুমার ঘোষালের তত্ত্বাবধানে ৫ সদস্যের একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে। সাউথ ক্যালকাটা ল'কলেজের ক্যাম্পাসে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনাটি জানাজানি হয়। 

    এই মামলায় এখনও পর্যন্ত মূল অভিযুক্তসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে এক প্রাক্তন ছাত্র, দু'জন কলেজের ছাত্র এবং একজন নিরাপত্তারক্ষী রয়েছে। মূল অভিযুক্ত মনোজিত মিশ্র টিএমসিপির ছাত্রনেতা প্রাক্তন সেক্রেটারি বলে জানা গেছে।

    গত ২৫ জুন কলেজের গার্ড রুমে ৩ ঘণ্টা ধরে চলে ছাত্রীর ওপর চলে যৌন নির্যাতন। মরার ভান করে পড়ে থাকার পর প্রাণে রক্ষা পায় মেয়েটি। হাতেপায়ে ধরেও ছাড় পায়নি এমনই অভিযোগ। কসবা ল'কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের ঘটনায় তোলপাড়।

    পুলিশি বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, কলেজের নিরাপত্তারক্ষীর ঘরেই গত ২৫ জুন সন্ধ্যায় ঘণ্টার পর ঘণ্টা তাঁর উপর নৃশংস অত্যাচার করা হয়েছে। সেক্ষেত্রে এই নিরাপত্তারক্ষী সে সময়ে কোথায় ছিলেন? তাঁকে নিজের রুম থেকে বেরিয়ে যেতে বলার অভিযোগ উঠেছে অভিযুক্ত তৃণমূল নেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। সেক্ষেত্রে তিনি বেরিয়ে গেলেন কেন, কেন গোটা ঘটনা সম্পর্কে তিনি কলেজ কর্তৃপক্ষকে কিছু জানালেন না, কীভাবে তিনি ঘটনার সঙ্গে জড়িত এবং নিরাপত্তারক্ষী হিসেবে তাঁর ভূমিকা কী ছিল, এই সমস্ত কিছুই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। 
  • Link to this news (আজ তক)