• বচসার মাঝেই বাবাকে ছুরিকাঘাত! মৃত্যু, গ্রেপ্তার ছেলে
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ছেলের হাতে খুন হলেন বাবা! এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের ১১ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনিতে। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রাকেশকুমার চৌধুরী। অভিযুক্ত ছেলের নাম করণ চৌধুরী। আজ, শনিবার দুপুরে বাবা ও ছেলের মধ্যে বচসা হয়। সেই সময়েই রান্নাঘরে থাকা ছুরি দিয়ে বাবার গলা ও বুকে আঘাত করে ছেলে। যার ফলে গুরুতর জখম হন ওই ব্যক্তি। তারপরে অভিযুক্ত ছেলেই, বাবাকে নিয়ে হাসপাতালে যায়। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ বাদেই ওই ব্যক্তির মৃত্যু হয়।খুনের দায়ে পুলিস মৃতের ছেলেকে গ্রেপ্তার করেছে। খবর পাওয়া মাত্রই, কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা, কোচবিহারের কোতোয়ালি থানার আইসি তপন পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিস সুপার কৃষ্ণগোপাল মিনা বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বাবার সঙ্গে বচসার সময়েই ছেলে ছুরি দিয়ে আঘাত করে। যার ফলে মৃত্যু হয় ওই ব্যক্তির। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)