• জলপাইগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা, গ্রেপ্তার ২
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ফের জলপাইগুড়িতে এটিএম লুটের চেষ্টা। শুক্রবার মধ্যরাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার রানিনগরে এই ঘটনা ঘটেছে। যদিও পুলিসের তৎপরতায় এটিএম লুটের ঘটনা রুখে দেওয়া সম্ভব হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।পুলিস সূত্রে খবর, শুক্রবার রাত ২টো ২০ মিনিট নাগাদ রানিনগর বিএসএফ ক্যাম্পের কাছে একটি এটিএম লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। বিষয়টি টের পেয়েই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের মুম্বই কন্ট্রোল রুম থেকে ফোন করা হয় জলপাইগুড়ি জেলা পুলিসের কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয় পুলিসও। সতর্ক করা হয় নাইট পেট্রোলিং পুলিস ভ্যানকে। একইসঙ্গে জলপাইগুড়ি কোতোয়ালি, ময়নাগুড়ি ও রাজগঞ্জ থানার পুলিস হাইওয়েতে শুরু করে নাকা চেকিংও।রাতে পেট্রোলিং ডিউটিতে কোতোয়ালি থানার পুলিস আধিকারিকরা নির্দিষ্ট এটিএম-এর সামনে পৌঁছতেই হাতেনাতে পাকড়াও হয় দুষ্কৃতীরা। প্রথমে কৌশিক মুখোপাধ্যায় নামে এক যুবককে পাকড়াও করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পথিক সরকার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।জেলা পুলিস সুপার উমেশ খণ্ডবাহালে জানিয়েছেন, এটিএম-এর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ক্যাশ চেম্বার অটুট আছে। অর্থাৎ ওই এটিএম থেকে কোনও টাকা খোয়া যায়নি। তাঁর দাবি, জেলা পুলিস কন্ট্রোল রুমের পাশাপাশি নাইট পেট্রোলিং ভ্যানের তৎপরতার কারণে বড়সড় এটিএম লুটের ঘটনা রুখে দেওয়া সম্ভব হয়েছে।
  • Link to this news (বর্তমান)