• ‘আমার ধর্ম-সম্প্রদায় নিয়ে প্রশ্ন করা হয়’, একুশের প্রস্তুতি সভায় বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক জন বারলা
    দৈনিক স্টেটসম্যান | ২৯ জুন ২০২৫
  • তৃণমূলে যোগ দিয়েই মুখ খুলতে শুরু করেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বারলা। সরব হয়েছেন বিজেপির ধর্মের ভিত্তিতে দলের নেতা-কর্মী ও মানুষকে বিচার করার প্রসঙ্গ নিয়েও। তিনি রাজ্যবাসীকে সতর্ক করে জানিয়েছেন, কেন্দ্রের শাসকদল রাজ্যের ক্ষমতায় এলে বাংলার মানুষের প্রাণ ওষ্ঠাগত হবে। চরম বিপদে পড়বে রাজ্যের মানুষ। শনিবার একুশে জুলাইয়ের সমাবেশ উপলক্ষে জলপাইগুড়িতে তৃণমূলের প্রস্তুতি সভায় দ্বিতীয় মোদী সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করেছেন।

    জন বারলা এ প্রসঙ্গে বলতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ‘অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রকের মন্ত্রী থাকাকালীন দিল্লিতে ডেকে আমাকে জিজ্ঞাসা করা হয়, আপনি কোন সম্প্রদায়ের? কবে থেকে ওই সম্প্রদায়ের হলেন? প্রশ্ন শুনে আমি অবাক হয়ে যাই।’ তিনি বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘মানুষের জাতপাত, ধর্ম, সম্প্রদায়– এগুলো কি জানতে চাওয়ার বিষয়?’

    পাশাপাশি, তৃণমূলের নীতিকে সমর্থন জানিয়ে বারলা বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে তাঁর ধর্ম জানতে চান না! তিনি সব ধর্মকে নিয়ে চলেন। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকিদের পার্থক্য।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)