অসুস্থ বৃদ্ধা মাকে দেখতে বাইকে চড়ে যাচ্ছিলেন, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মেয়ের
প্রতিদিন | ২৯ জুন ২০২৫
অতুলচন্দ্র নাগ, ডোমকল: বৃদ্ধা মা অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। মাকে দেখতে বাইকের পিছনে বসে যাচ্ছিলেন প্রৌঢ়া মেয়ে। মা ও মেয়ের আর দেখা হল না। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন মেয়ে। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। মৃতের নাম হারশিদা বিবি (৫০)। তাঁর বাড়ি ডোমকলের লস্করপুর এলাকায়।
জানা গিয়েছে, হারশিদা বিবির মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। অস্ত্রোপচারের পর সম্প্রতি তাঁকে জলঙ্গির বাড়িতে ফিরিয়ে আনা হয়। বৃদ্ধাকে দেখতে প্রৌঢ়া মেয়ে এদিন লস্করপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন। ছেলে তৌসিফ আহমেদের বাইকের পিছনে বসে তিনি জলঙ্গি যাচ্ছিলেন। ডোমকলের ভাতশালার কাছে ডোমকল বক্সীপুর সড়কে ঘটে ওই দুর্ঘটনা। কোনওভাবে ওই মহিলা বাইক থেকে পড়ে গিয়েছিলেন। হেলমেট না থাকায় ওই মহিলার মাথায় চোট লাগে। মাথা ফেটে প্রবল রক্তপাত হতে থাকে। মা বাইক থেকে পড়ে গিয়েছেন, বুঝতে পেরেই তৌসিফ গাড়ি থামিয়ে দেন।
স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। ওই মহিলাকে উদ্ধার করে দ্রুত ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে যান। ঘটনায় কান্নার রোল ওঠে পরিবারে। খবর দেওয়া হয় পুলিশেও। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া ওই এলাকায়।