একাধিক দাবিতে ফের পথে সংগ্রামী যৌথ মঞ্চ, তৃণমূল শহিদ দিবসে পালটা কর্মসূচি
প্রতিদিন | ২৯ জুন ২০২৫
নব্যেন্দু হাজরা: আগামী ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালে প্যানেল থেকে ‘যোগ্য’দের চাকরিতে পুনর্বহাল এবং সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা-সহ একাধিক দাবিতে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। একইসঙ্গে ২১ শে জুলাই শহিদ মিনারের পাদদেশে অবস্থানেরও ডাক দেওয়া হয়েছে।
মঞ্চের দাবি, যোগ্য-অযোগ্যের জটিল ধাঁধায় বাংলার মেধা ও শ্রম ‘শহিদ’ হয়েছে। তারই প্রতিবাদে ওইদিন ‘শহিদ দিবস’ পালন করা হবে। ২১ জুলাই আবার ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। ফলে অশান্তির আশঙ্কা থাকছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘২১ জুলাই তৃণমূল কর্মীদের কাছে একটা আবেগ। যদি তাতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে ছেড়ে কথা বলবেন না দলীয় কর্মীরা। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। দিলে ভালো হবে না।’’
শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীরা নিজেদের দাবিদাওয়া আবারও তুলে ধরেন। তাঁদের বক্তব্য, এসএসসি-র ২০১৬ সালের প্যানেল থেকে ‘যোগ্য’দের চাকরিতে পুনর্বহাল করতে হবে। রাজ্যের সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫ শতাংশ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এছাড়াও একাধিক দাবিতে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য, ‘‘আগামী ২১ জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য সব মঞ্চ মিলে বাংলার মেধা ও শ্রমের শহিদ দিবস পালন করব। সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালে প্যানেল থেকে ‘যোগ্য’দের চাকরিতে পুনর্বহাল এবং সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা-সহ একাধিক দাবিতে ২৮ জুলাই ‘নবান্ন চলো’র ডাক দিচ্ছি।’’