সংবাদদাতা মালদহ: পরবর্তী বিধানসভা নির্বাচনে মালদহ বিমানবন্দর যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হতে চলেছে, তা বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয়তায় স্পষ্ট। দ্রুত বিমানবন্দরের পরিকাঠামো নির্মাণ সম্পূর্ণ করা এবং নিয়মিত বিমান পরিষেবা চালুর দাবি নিয়ে এবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। পাশাপাশি, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু কিঞ্জারাপুকে মালদহ বিমানবন্দর চালু করার বিস্তারিত যুক্তি সহ চিঠিও দিয়েছেন তিনি। এর আগে একই বিষয় নিয়ে নায়ডুর দ্বারস্থ হয়েছিলেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও।
খগেন বলেন, জেলায় এই বিমানবন্দরের পরিকাঠামো তৈরি করা দ্রুত শেষ করে নিয়মিত উড়ান পরিসেবা চালুর আবেদন জানিয়েছি মন্ত্রীর কাছে।
খগেনের বক্তব্য, মালদহে প্রায় ১৬৫ কিমি বাংলাদেশ সীমান্ত রয়েছে। সুতরাং জাতীয় নিরাপত্তার স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হওয়া অত্যন্ত জরুরি। মালদহের আম, রেশম দেশের অন্যত্র এবং বিদেশে দ্রুত পৌঁছে দিতেও এই পরিষেবা চালু করা আবশ্যক। বাগডোগরা এবং কলকাতা বিমানবন্দর থেকে মালদহের যে অনেক দূরত্ব, সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ। জেলায় বিএসএফের একাধিক ব্যাটালিয়নের দপ্তর, কেন্দ্রীয় সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনস্থ অসংখ্য ঐতিহাসিক স্মারক, কেন্দ্রীয় ফল গবেষণা সংস্থা, পূর্ব রেলের একটি ডিভিশন ইত্যাদির উল্লেখ করে খগেন দাবি করেছেন, যে কোনও মূল্যে মালদহ থেকে বিমান পরিষেবা চালু করা জরুরি। প্রয়োজনে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।
এপ্রসঙ্গে তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর বক্তব্য, কে কী করছেন বা বলছেন জানি না। তবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মালদহ থেকে বিমান পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছেন।