বাইশগুড়ির মরা সুটুঙ্গার সেতু সংস্কার করবে জেলা পরিষদ, বরাদ্দ ২৭ লক্ষ
বর্তমান | ২৯ জুন ২০২৫
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ির মরা সুটুঙ্গা নদীর সেতু সংস্কার করবে জেলা পরিষদ। এজন্য বরাদ্দ হয়েছে প্রায় ২৭লক্ষ টাকা। শুক্রবার সেতুটির পরিস্থিতি খতিয়ে দেখেছেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ বিভাগীয় ইঞ্জিনিয়ার। এদিকে, দীর্ঘদিনের নড়বড়ে সেতু সংস্কার করার খবরে খুশি স্থানীয়রা। যদিও স্থানীয়দের দাবি, সেতুটি আরও চওড়া করতে হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, লোহার পিলার দিয়ে বাম আমলে সেতুটি তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের কাজ না করায় পিলার ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এখন কোনও ভারী যান চলাচল করে না।
সম্প্রতি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সেতুটি সংস্কারের দাবি জানায় জেলা পরিষদে। পরিষদ খতিয়ে দেখার পর সংস্কারে ২৭ লক্ষ টাকা বরাদ্দ করেছে। পচাগড় গ্রাম পঞ্চায়েতের চারটি বুথের মানুষ সেতু পেরিয়ে পঞ্চায়েত অফিসে যেমন আসেন, মাথাভাঙা শহরেও যান। সেতুটি নড়বড়ে হওয়ায় এলাকার মানুষকে যানবাহনে চেপে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জামাল মিয়াঁ, মিন্টু হোসেন, রাজু হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি বেহাল। আমরা কৃষিপণ্য বিক্রি করার জন্য ঘুরপথে যাতায়াত করি। এলাকায় অ্যাম্বুলেন্সও আসে না। সেতুটি সংস্কার হচ্ছে শুনে ভালো লাগছে। কিন্তু সেতুটি আরও প্রশস্ত করা প্রয়োজন।
এ ব্যাপারে জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ ধনীরাম অধিকারী বলেন, বাইশগুড়িতে মরা সুটুঙ্গা নদীর সেতুটি সংস্কার করার জন্য জেলা পরিষদ অর্থ বরাদ্দ করেছে। এদিন ইঞ্জিনিয়ারদের নিয়ে গিয়ে সেতুর পরিস্থিতি খতিয়ে দেখলাম। যত দ্রুত সম্ভব, কাজ শুরু করা হবে। স্থানীয় বাসিন্দারা সেতুটি চওড়া করার দাবি জানিয়েছেন। বিষয়টি জেলা পরিষদে জানানো হবে।
পচাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় বলেন, বাইশগুড়ির মরা সুটুঙ্গা নদীর সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। জেলা পরিষদ সংস্কার করার উদ্যোগ নেওয়ায় আমরা খুশি। সেতুটি আরও চওড়া করার কথা বলা হয়েছে।