• অবৈধ নির্মাণ নিয়ে বোর্ড মিটিংয়ে মেয়র গৌতমকে কটাক্ষ রঞ্জনের
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: অবৈধ নির্মাণ নিয়ে শনিবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিং উত্তপ্ত হয়ে উঠল। দলের কাউন্সিলারের অভিযোগের মুখে পড়েন মেয়র গৌতম দেব। ওই কাউন্সিলার তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে অবৈধ নির্মাণে মদত দেওয়ার অভিযোগ তোলেন। ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রঞ্জন শীলশর্মার এই অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে সভা উত্তপ্ত করে তোলেন বাম কাউন্সিলাররা। শহরে একের পর এক অবৈধ নির্মাণ কীভাবে হয়ে চলেছে, পুরসভা কেন নীরব? এই প্রশ্নে তাঁরা এদিন মেয়রের জবাব চেয়ে বোর্ড সভায় হই হট্টগোল করেন। 

    এদিন বোর্ড সভায় তৃণমূল কাউন্সিলার শিলিগুড়ি জংশন এলাকায় এসএনটি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি সাততলা নির্মাণের প্ল্যান অনুমোদনের বিষয়টি তোলেন। অভিযোগ, প্রথমে চারতলা ভবনের অনুমতি দেওয়া হয়েছিল। গত জানুয়ারিতে বোর্ড সভায় সেই নির্মাণে অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রে বাধ্যতামূলক রাস্তা ও পার্কিং রাখার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। 

    রঞ্জন শীলশর্মা বলেন, ২০২৩ সালের এপ্রিল মাসের শুরুতে ওই ভবনের চারতলা প্ল্যান পুরসভা থেকে পাশ হয়েছিল। কিন্তু তার আগে ২০২৩ সালের ২৪ এপ্রিল মেয়র কাউন্সিলের সভায় এবিষয়ে কোনও আলোচনা হয়নি। চলতি বছরের জানুয়ারিতে বোর্ড সভায় ওই নির্মাণটি চারতলা থেকে সাততলা পর্যন্ত  করা হয়।

    এপ্রসঙ্গে এদিন তৃণমূল কাউন্সিলার প্রশ্ন তোলেন, কোনও আলোচনা এবং তদন্ত ছাড়াই পুরসভা কীভাবে একটি ভবন তৈরির অনুমতি দিতে পারে? রঞ্জন বলেন, যে রাজনৈতিক দলের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরা পুরসভার বোর্ড পরিচালনা করছেন, এই ভুলের জন্য সেই দলকে জবাবদিহি করতে হবে।

    ৪৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার নুরুল ইসলামের অভিযোগ, তৃণমূল বোর্ড বিরোধীদের কণ্ঠস্বর দমন করছে। তাই এতদিন আমরা অবৈধ নির্মাণ নিয়ে বললেও গুরুত্ব দেওয়া হয়নি। এদিন সেটাই প্রমাণ হল। 

    সভার পর মেয়র বলেন, যে সমস্ত নির্মাণ নিয়ে অভিযোগ রয়েছে, তার প্ল্যান ও সবকিছু বিশেষজ্ঞ কমিটি  যাচাই করে দেখেছে। এসজেডিএ এলইউসিসি দেয়। সব জায়গা থেকে সবুজ সঙ্কেত আসার পর আমরা প্ল্যান আটকে রাখতে পারি না। যাঁরা অভিযোগ করেছেন, লিখিত দিতে বলা হয়েছে। সবটা রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। রাজ্যের সিদ্ধান্ত মতো কাজ করব।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)