নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, রাজগঞ্জ: এবার জলপাইগুড়িতে এটিএম লুটের চেষ্টা। শুক্রবার রাত আড়াইটে নাগাদ জলপাইগুড়ির কোতোয়ালি থানার অধীন রানিনগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা হয়। ঘটনায় স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম কৌশিক মুখোপাধ্যায় (২৪) ও পথিক সরকার (২৫)। প্রথম জনের বাড়ি রানিনগরের চেওড়াপাড়া এলাকায়। দ্বিতীয়জন রানিনগরের সুকুরপাড়ার বাসিন্দা।
জেলার অতিরিক্ত পুলিস সুপার (হেড কোয়ার্টার) শৌভনিক মুখোপাধ্যায় বলেন, কন্ট্রোল রুমে খবর আসার ৬ মিনিটের মধ্যে পুলিস ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিস তৎপর থাকায় এটিএম লুটের ঘটনা রুখে দেওয়া সম্ভব হয়েছে। ধৃতদের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তার তদন্ত চলছে।
পুলিস সূত্রে খবর, শুক্রবার রাত ২টো ২০ মিনিটে রানিনগর বিএসএফ ক্যাম্পের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তারা ওই এটিএমে ঢোকামাত্র সংশ্লিষ্ট ব্যাঙ্কের মুম্বইয়ের কন্ট্রোল রুম থেকে জলপাইগুড়ি জেলা পুলিসের কন্ট্রোল রুমে ফোন আসে। খবর পাওয়া মাত্র ওই এলাকায় নাইট পেট্রোলিং ডিউটিতে থাকা জলপাইগুড়ি কোতোয়ালি থানার এএসআই বিশাল ছেত্রী ও মুণিরাম রায় ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁরা এটিএমের সামনে দু’টি বাইক ও একটি ছোট গ্যাস সিলিন্ডার দেখতে পান। পুলিস ভ্যান দেখেই দুষ্কৃতীরা পাশের একটি ভবনের ছাদে ওঠার চেষ্টা করতে থাকে। সেসময় বিশাল কজনকে ধরে ফেলেন। এরই মধ্যে জলপাইগুড়ি থানা থেকে আরও পুলিস ঘটনাস্থলে চলে আসে। পাকড়াও হয় দ্বিতীয় জন।
পুলিস সুপার খণ্ডবাহালে উমেশ গণপত বলেন, সংশ্লিষ্ট এটিএমের সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও ক্যাশ চেম্বার অটুট। তাঁর দাবি, পুলিস কন্টোল রুমের পাশাপাশি নাইট পেট্রোলিং ভ্যানের তৎপরতায় বড়সড় এটিএম লুটের ঘটনা রুখে দেওয়া সম্ভব হয়েছে।
কিছুদিন আগেই ময়নাগুড়ির বোলবাড়িতে জোড়া এটিএম কেটে ৫৪ লক্ষ টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেপ্তারের পাশাপাশি বেশিরভাগ টাকা উদ্ধার করতে পেরেছে পুলিস। তবে ময়নাগুড়িতে এটিএম লুটে ধৃতদের সঙ্গে রানিনগরের ঘটনায় পাকড়াও হওয়া দু’জনের কোনও যোগ নেই বলে দাবি পুলিসের। নিজস্ব চিত্র।