• দলকে ভাঙিয়ে ব্যক্তি প্রচারে রাশ টানলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দলকে ভাঙিয়ে ব্যক্তি প্রচারে রাশ টানল জলপাইগুড়ি জেলা তৃণমূল। দলকে ছাপিয়ে নিজেকে জাহির করা নেতাদের চরম সতর্ক করলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ। আজ, শনিবার একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় তাঁর স্পষ্ট নির্দেশ, দলের কর্মসূচির প্রচারে ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স, পোস্টারে জেলার কোনও নেতার ছবি থাকবে না। এমনকী জেলার নেতারা নিজেদের নাম ব্যবহার করতে পারবেন না। দলের নামে, সংগঠনের নামে প্রচার করতে হবে। এই নির্দেশ অমান্য করলে সেই নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নেতৃত্ব। এমনকী জেলার কোনও নেতা যদি দলের কর্মসূচির ব্যানার, পোস্টার, ফ্লেক্সে নিজের ছবি কিংবা নাম ব্যবহার করেন, সেই পোস্টার খুলে দেওয়া হবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভানেত্রী।জলপাইগুড়িতে কিছু তৃণমূল নেতা দলের নাম ভাঙিয়ে নিজের প্রচারেই সারাক্ষণ ব্যস্ত বলে অভিযোগ। দলের যে কোনও কর্মসূচির জন্য তৈরি ব্যানার, পোস্টার, ফ্লেক্স, হোর্ডিংয়ে তাঁরা নিজেদের বিশাল ছবি দিয়ে আত্মপ্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এই নিয়ে দলের অন্দরে প্রশ্ন ওঠায় তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী এদিন ওই কড়া পদক্ষেপের কথা জানান বলে দলীয় সূত্রের খবর। একইসঙ্গে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে এদিন দলের একাংশের নেতা কর্মীকে বিঁধতে ছাড়েননি মহুয়া গোপ। তিনি বলেন, বিজেপি সোশ্যাল মিডিয়ায় লাগাতার অপপ্রচার করে চলেছে। কিন্তু তার জবাব দেওয়ার ব্যাপারে সক্রিয়তা লক্ষ করা যাচ্ছে না দলের জেলার সব নেতা-কর্মীর মধ্যে। তাঁরা দলে কী পদ পাবেন সেই অপেক্ষায় বসে আছেন।
  • Link to this news (বর্তমান)