সংবাদদাতা, দিনহাটা: টাক বলে মেয়েপক্ষের কাছে প্রত্যাখ্যাত! বিয়ের সম্বন্ধ নিয়ে গেলেও শুনতে হয়েছে ‘টেকো’ তকমা। মুখে উপর ‘না’ করে দিয়েছে পাত্রীপক্ষ। বার বার চেষ্টা করেও বিয়ে না হওয়ার হতাশায় শেষমেশ প্রাণই দিয়ে বসলেন চন্দ্রকান্ত বর্মন নামে এক যুবক। শনিবার দুপুরে নিজের ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর। বছর বত্রিশের এই যুবকের বাড়ি সিতাইয়ের চামটা গ্রাম পঞ্চায়েতের গুঞ্জুরী এলাকার চওড়া বাড়ি গ্রামে। পরিশ্রমী, সত্ যুবক হিসেবেই গ্রামে পরিচিতি তাঁর। অথচ, টাক এবং সীমান্ত লাগোয়া এলাকায় বসবাসের কারণে পাত্রীপক্ষ তাঁকে বাতিল করে দিচ্ছিল বলে জানিয়েছে পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকান্তের বাড়ি ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একেবারে কাছে। কয়েক বছর ধরে তাঁর বিয়ের জন্য পাত্রীর খোঁজ চলছিল। ঘটকের মাধ্যমে প্রায় ২৫টির মতো সম্বন্ধ দেখানো হয়েছিল তাঁকে। তিনি পরিবারের সঙ্গে পাত্রী দেখতেও যান। কিন্তু তাঁকে নিয়ে পাত্রীপক্ষ তেমন আগ্রহ দেখায়নি।