• বক্সিরহাটে বিজেপির কার্যালয়ে হামলা, অভিযুক্ত শাসক শিবির
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: বিজেপির দলীয় কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে বিজেপির বক্সিরহাট ব্লক কার্যালয়ে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পৌঁছয়।

    বিজেপির কোচবিহার জেলা সহ সভাপতি উজ্জ্বল কান্তি বসাক বলেন, এদিন আমাদের বক্সিরহাট দলীয় কার্যালয়ে ৩ নম্বর মণ্ডলের পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকের ডাক দেওয়া হয়। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পার্টি অফিসের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। কার্যালয় লক্ষ্য করে চেয়ার, লাঠি, বোমা ছুড়ে মারে। কার্যালয়ের সামনে রাখা আমাদের কর্মীদের বেশকিছু বাইক ভাঙচুর করে তৃণমূলের গুন্ডা বাহিনী। কর্মীমদরও প্রাণনাশের হুমকি দেয়। এনিয়ে আমরা বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। 

    যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই প্রসঙ্গে তৃণমূলের ভানুকুমারী ১ অঞ্চল সভাপতি বরেন সরকার বলেন, ২১ জুলাইকে সামনে রেখে ওই এলাকায় আমাদের মিছিল চলছিল। এধরনের ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়। আমরা দাঙ্গা হাঙ্গামার রাজনীতিতে বিশ্বাসী নই। গণতান্ত্রিক দেশে সবারই মিটিং মিছিলের অধিকার রয়েছে। আসলে বিজেপির পায়ের তলায় মাটি নেই বলেই মিথ্যা নাটক সাজিয়ে আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এব্যাপারে তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক কান্নিধারা মনোজ কুমার বলেন, ঘটনাস্থলে পুলিস গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 
  • Link to this news (বর্তমান)