সংবাদদাতা, শিলিগুড়ি: মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়ার কাজে গাফিলতি ও চুক্তি খেলাপের অভিযোগ উঠল। অনেক জায়গাতেই পরিকল্পনা অনুযায়ী কাজ না করার ফলে ভবিষ্যতে ঝুঁকির সম্ভাবনা থাকছে বলে নাগরিকদের অভিযোগ। শিলিগুড়িতে এই কাজে শুরু হয়েছে খোঁড়াখুঁড়ি। বসানো হচ্ছে পাইপ। তার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে বিদ্যুতের তার। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজে চুক্তির খেলাপ বা কোথাও গাফিলতি থেকে যাচ্ছে কি না, সে ব্যাপারে নজরদারি নেই। এলাকার কাউন্সিলাররাও সেভাবে বিষয়টি দেখছেন না বলে অভিযোগ।
অনেক জায়গায় চুক্তিমতো কাজ হচ্ছে না। নিম্নমানের কাজ করার ফলে ঝুঁকি থেকে যাচ্ছে, এমন অভিযোগ নাগরিকদের কাছ থেকে পাচ্ছেন মেয়র গৌতম দেব। কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে প্রায় সব কাউন্সিলারই নিরব রয়েছেন। কয়েকটি জায়গা থেকে নাগরিকরাই সরাসরি এব্যাপারে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের অভিযোগ, যতটা গভীর গর্ত করে আন্ডারগ্রাউন্ড কেবল পাতার কাজ করার কথা, সেই মতো গর্ত করা হচ্ছে না। অনেক জায়গায় কানেকশন বক্সের সঙ্গে তারের সংযোগে পাইপ ব্যবহার করা হচ্ছে। রেখে দেওয়া হচ্ছে খোলা তার।
শহরের সুভাষপল্লির এক বাসিন্দা এব্যাপারে শনিবার মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। মেয়রও বিষয়টির সঙ্গে একমত। জানান, এই আন্ডারগ্রাউন্ড কেবল পাতার কাজের জন্য তিন ফুট করে গর্ত করার কথা। কিন্তু অনেক জায়গাতেই এক-দেড় ফুট করে গর্ত করা হয়েছে। আবার ডিবি বক্সের কানেকশনের ক্ষেত্রেও তার কোনও পাইপে না ঢুকিয়ে সরাসরি লাগিয়ে দেওয়া হচ্ছে। গত শুক্রবার ১৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় এ ধরনের কাজ খতিয়ে দেখতে রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির আধিকারিকদের নিয়ে এলাকা ঘুরে দেখানো হয়েছে। তাঁদের সঙ্গে কথা হয়েছে। কোথাও ভুলভ্রান্তি হতে পারে। অভিযোগও আসছে।
গুরুত্বপূর্ণ কাজে ভুল ধরিয়ে দেওয়ার জন্য কাউন্সিলারদের নজরদারি সেভাবে নেই কেন? প্রশ্ন নাগরিকদের।