বস্ত্রমন্ত্রকের কৃষি পরিসংখ্যান বিজ্ঞানী হিসেবে সুযোগ কোচবিহারের প্রমিতের
বর্তমান | ২৯ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বস্ত্রমন্ত্রকের অধীনে কৃষি পরিসংখ্যান বিজ্ঞানী হিসাবে কাজের সুযোগ পেলেন কোচবিহারের কৃতী সন্তান ড. প্রমিত পণ্ডিত। কোচবিহারের সুনীতি রোড বাইলেনের বাসিন্দা প্রমিত ছোটবেলা থেকেই পড়াশোনাতে ভালো। জেনকিন্স স্কুল থেকে ২০১০ সালে মাধ্যমিক ও ২০১২ সালে উচ্চমাধ্যমিক পাশ করে তিনি পুন্ডিবাড়িতে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ২০১৬ সালে এগ্রিকালচারে সাম্মানিক সহ স্নাতক হন। এরপর ‘ইউনির্ভাসিটি অব এগ্রিকালচারাল সায়েন্সেস বেঙ্গালুরু’ থেকে ২০১৮ সালে স্বর্ণপদক সহ এমএসসি পাশ করেন। ২০২২ সালে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছেন। ওই বছরই রাঁচিতে বীরসা কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসাবে কাজে যোগ দেন প্রমিত। তিনি আইসিআর থেকে জেআরএফ পরীক্ষায় সারা ভারতে দ্বিতীয় ও এসআরএফে সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছিলেন। ২০১৬ ও ২০১৮ সালে এই পরীক্ষা দু’টির ফল বের হয়। এরপর এবার তিনি বস্ত্রমন্ত্রকের অধীনে কৃষি পরিসংখ্যান বিজ্ঞানী হিসাবে কাজে যোগ দেওয়ার ডাক পেয়েছেন।
ড. প্রমিত পণ্ডিত বলেন, ভারত সরকারের বস্ত্রমন্ত্রকের অধীনে কৃষি পরিসংখ্যান বিজ্ঞানী হিসাবে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে। আমি পড়ানো ও গবেষণার সঙ্গেই যুক্ত থাকতে চাই। দেশের হয়ে কৃষিক্ষেত্রে কাজ করতে চাই।
প্রমিতবাবুর বাবা প্রণবজ্যোতি পণ্ডিত রাজ্য সরকারের কৃষিদপ্তরের আধিকারিক ছিলেন। বর্তমানে অবসর গ্রহণ করেছেন। মা নীতা সরকার দিনহাটা গার্লস হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। প্রমিতের এই সাফল্যে কোচবিহারেও খুশির হাওয়া ছড়িয়েছে। প্রমিত পণ্ডিত।