২১ শে জুলাইয়ের প্রচারে যুব তৃণমূলের একাধিক কর্মসূচি
বর্তমান | ২৯ জুন ২০২৫
সংবাদদাতা, চোপড়া: আগামী ২১ শে জুলাইয়ের সমাবেশের আগে চোপড়ায় জোরদার প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন। সমাবেশ সফল করতে স্থানীয় নেতা, কর্মীরা পথে নেমে পড়েছেন। শনিবার কাঁচাকালী এলাকায় যুব তৃণমূলের মাঝিয়ালি অঞ্চল কমিটি দেওয়াল লিখন কর্মসূচি করে। যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংগঠনের অঞ্চল সভাপতি হারুন রশিদ এপ্রসঙ্গে জানিয়েছেন, শহীদ দিবসকে সামনে রেখে সমগ্র মাঝিয়ালি অঞ্চলজুড়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। যুব তৃণমূলের সদস্যরা এলাকায় দেওয়াল লিখন, প্রস্তুতি সভা আয়োজন করছেন। অন্যান্য বিভিন্ন প্রচার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাঁরা। তাঁদের লক্ষ্য, সাধারণ মানুষের কাছে একুশে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে সমাবেশকে সফল করা। এদিন হারুন উল্লেখ করেন, এবার ২১ শে জুলাইয়ের মূল কর্মসূচিতে ধর্মতলায় বিপুল সংখ্যক যুবকর্মীকে নিয়ে যাওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য কর্মীদের মধ্যে উৎসাহ বাড়াতে এবং তাঁদের একত্রিত করতে বিভিন্ন স্তরে প্রস্তুতি চলছে। তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগ ২১ শে জুলাইয়ের সমাবেশকে আরও বড় এবং সফল করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় নেতৃত্ব আশা করছেন, এই নিরলস প্রচেষ্টার মাধ্যমে ২১ শে জুলাইয়ের সমাবেশ এক ঐতিহাসিক রূপ নেবে। এই প্রচার অভিযান আগামী দিনগুলিতে আরও গতি পাবে। এদিন উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি আকবর আলী সহ অন্যরা। কাঁচাকালী এলাকায় যুব তৃণমূলের দেওয়াল লিখন।- নিজস্ব চিত্র