• ৬ কোটি টাকার হেরোইন সহ গ্রেপ্তার দুই কারবারি
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • সংবাদদাতা, তেহট্ট: মাদকের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল পলাশীপাড়া থানার পুলিস। শুক্রবার রাতে পুলিস সাড়ে সাত কেজি হেরোইন সহ দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃত দুই যুবকের নাম সিরাজুল শেখ ওরফে হ্যাবা ও আবদুল্লা শেখ ওরফে বাবু। ধৃত দু’জনের বাড়ি পলাশীপাড়া থানার বড় নলদহ গ্রামে। তাদের কাছে থেকে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য ছ’কোটি টাকারও বেশি বলে জানিয়েছে পুলিস। শুক্রবার তাদের পোতারপাড়া বাসস্টপের  কাছ থেকে গ্রেপ্তার করে পুলিস। শনিবার মাদক সংক্রান্ত বিশেষ আদালত ছুটি থাকায় ধৃতদের তেহট্ট মহকুমা আদালতে পেশ করে পুলিস। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে সোমবার তাদের আবার মাদক সংক্রান্ত বিশেষ আদালতে তুলে সাত দিনের পুলিসি হেফাজতের আবেদন জানানো হবে। 

    পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার খবর পাওয়া যায় দুই যুবক বড় নলদহ থেকে একটি প্ল্যাস্টিক ব্যাগে হেরোইন নিয়ে যাচ্ছে। সেইমতো পলাশীপাড়া থানার ওসির নেতৃত্বে পুলিসের একটি দল সাদা পোশাকে পোতারপাড়া বাসস্টপের কাছে অপেক্ষা করছিল। ওই দুই যুবক সেখানে পৌঁছতেই পুলিস তাদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার ওই বিপুল পরিমাণ  হেরোইন। শনিবার অতিরিক্ত পুলিস সুপার(গ্রামীণ) উত্তম ঘোষ সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান। উপস্থিত ছিলেন মহকুমা পুলিস আধিকারিক শুভতোষ সরকার।

    উত্তমবাবু বলেন, গত মে মাসে আমরা আশাদুল নামে এক হোরোইন কারবারিকে ধরেছিলাম। তার কাছ থেকেও প্রায় তিন কেজি হেরোইন উদ্ধার হয়েছিল। তাকে জেরা করেই সিরাজুল শেখ ওরফে হ্যাবার নাম জানতে পারি। এরপর থেকেই সিরাজুলকে ধরার চেষ্টা চলছিল। তাকে বেশ কিছুদিন ধরে আমরা নজরে রেখেছিলাম। শুক্রবার রাতে সিরাজুল ও তার এক সঙ্গীকে সাত কেজি ৫০৯ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রে আরও কারা যুক্ত আছে, তা জানার জন্য ধৃতদের পুলিসি হেফাজতে নিয়ে জেরা করা হবে। 

    তিনি আরও বলেন, আমরা মাদক ব্যবসা বন্ধ করতে বদ্ধপরিকর। এর আগে এত পরিমাণ হেরোইন উদ্ধার হয়নি। মাদক কারবারিদের বিরুদ্ধে এটা সেরা সাফল্য। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)