রঘুনাথপুরে একাধিক সেতুর কঙ্কালসার চেহারা, দ্রুত সংস্কারের দাবি বাসিন্দাদের
বর্তমান | ২৯ জুন ২০২৫
সংবাদদাতা, রঘুনাথপুর: সেতুজুড়ে ছোট-বড় গর্ত। সেখানে বৃষ্টির জল জমে ভয়াবহ অবস্থা। কয়েকদিনের বৃষ্টিতে পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকার একাধিক সেতুর এখন এমনই হাল। ফলে রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়কের উপরে থাকা এসব সেতু দিয়ে যাতায়াতে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। সেতুর উপর তৈরি হওয়া গর্তগুলি দ্রুত ভরাট না হলে আগামী দিনে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই এলাকাবাসীর তরফ থেকে দুর্ঘটনা এড়াতে সেতু সহ যেসব রাজ্য সড়কগুলির পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে সেগুলি দ্রুত ভরাটের দাবি জানানো হয়েছে। রঘুনাথপুর মহকুমা পূর্তদপ্তরের(সড়ক) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপূর্ব রায় বলেন, বিষয়টি নজর রয়েছে। সেতুগুলি সংস্কার করা হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়কে বেশ কয়েকটি সেতু রয়েছে। যার মধ্যে বুন্দলা ও হরিডি দু’টি সেতুর একেবারে বিপজ্জনক অবস্থা। বৃষ্টির সময় সেতুর গর্তগুলিতে জল জমে যাচ্ছে। ফলে অনেকেই বুঝতে না পেরে দুর্ঘটনার কবলে পড়ছেন। ওই গর্তগুলিতে বাইক, সাইকেল, টোটো, অটোর মতো ছোট যানবাহনের চাকা ঢুকে যাচ্ছে। হামেশাই এসব সেতুতে যাতায়াত করতে গিয়ে অটো, টোটো উল্টে গিয়ে যাত্রীরা জখম হচ্ছেন। বর্তমানে রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। তাই বিভিন্ন মোড়ে পূর্তদপ্তরের জায়গায় থাকা দু’পাশের দোকানগুলি ভাঙা হচ্ছে। সমস্যা হল, দোকান ভাঙার পর জায়গাগুলি একেবারেই সমতল করা হচ্ছে না। অনেকেই ফুটপাতে চলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন।
অন্যদিকে, সড়বড়ি-শালতোড়া রাজ্য সড়কের বালিতোড়া সেতুর উপরও গর্ত তৈরি হয়েছে। ওই সেতুর এমন অবস্থা যে, ঢালাইয়ের রড বেরিয়ে এসেছে। রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়কের চিনপীনা সেতুর একই অবস্থা। ওই সেতুতেও বাইক আরোহীরা দুর্ঘটনায় পড়ছেন।
রঘুনাথপুর মহকুমার এক পুলিস আধিকারিক বলেন, বেশ কয়েকটি সেতুর অবস্থা ভয়ঙ্কর। এলাকার মানুষ ভীষণ ক্ষুব্ধ। এসব সেতুতে বড়সড় দুর্ঘটনা ঘটলে বিপদ বাড়বে।