• বর্গভীমা মন্দিরে ৪ মহিলার হাত সাফাই খোয়া গেল অবসরপ্রাপ্ত শিক্ষিকার ২ লাখের হার
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভিড়ের সুযোগে এক মহিলা পুণ্যার্থীকে ঘিরে গলায় কাপড় জড়িয়ে সোনার হার ছিনতাই করল চার মহিলা দুষ্কৃতী। শনিবার তমলুকের বর্গভীমা মন্দির চত্বরে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সিসি ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে। বিপত্তারিণী পুজো উপলক্ষ্যে শনিবার বহু ভক্ত মন্দিরে ভিড় করেন। সেই সুযোগকে কাজে লাগাতে তৈরি হয়ে এসেছিল ছিনতাইবাজ মহিলা গ্যাং। পাঁশকুড়ার খণ্ডখোলার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা দীপালি মাইতি প্রায় দু’লক্ষ টাকা মূল্যের সোনার হার পরে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তাঁকে টার্গেট করে চার মহিলা চারদিক থেকে ধাক্কাধাক্কি করে গলায় কাপড় জড়িয়ে নিমেষে সোনার হারটি ছিনিয়ে  চম্পট দেয়।

    দীপালিদেবী দু’বছর আগে পাঁশকুড়ার বাড় বাহারপোতা পল্লি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নিয়েছেন। তাঁর ছেলে কৌশিক মাইতি কোলাঘাটের গোপালনগর কেকে ইন্সটিটিউশনের শিক্ষক। তিনি তমলুক শহরে মালিজঙ্গলপাড়ায় বসবাস করেন। দীপালিদেবী বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার জন্য পাঁশকুড়ার খণ্ডখোলা গ্রামের বাড়ি থেকে তমলুকে ছেলের কাছে এসেছিলেন। শনিবার সকালে পুজোর ডালা নিয়ে মন্দিরে ওঠার মুহূর্তে মহিলা দুষ্কৃতীদের ওই গ্যাং তাঁকে টার্গেট করে। ভিড়ের সুযোগে তারা চারদিক থেকে ঘিরে ধাক্কাধাক্কি করে। সেই সুযোগে মুহূর্তের মধ্যে ওই শিক্ষিকার গলায় কাপড় জড়িয়ে সোনার হার ছিনতাই করে নেয়। ঘটনার পর কৌশিকবাবু মাকে নিয়ে তমলুক থানায় যান। এফআইআর দায়ের করেন। পুলিস মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। হার ছিনতাইয়ের পুরো ঘটনা ক্যামেরায় ধরা পড়েছে।

    পয়লা বৈশাখ, দুর্গাপুজো, কালীপুজো, বিপত্তারিণী পুজো সহ বেশকিছু উৎসব ও অনুষ্ঠানে বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় বাড়ে। এর আগেও এখানে পুজো দিতে গিয়ে ভিড়ের সুযোগে সোনার গয়না ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মহিলা দুষ্কৃতীদের ব্যান্ডেল গ্যাং এখানে ভিড়ের সুযোগ নিয়ে হাতসাফাই করে বলে অভিযোগ। এদিন ওই ঘটনার পর মন্দির চত্বরে হইচই পড়ে যায়।

    বর্গভীমা মাতা মন্দির কমিটির সম্পাদক শিবাজি অধিকারী বলেন, মন্দিরের সামনে সিঁড়ির কাছে ঘটনাটি ঘটে। সিসি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনাটি ধরা পড়েছে। আমরা পুলিসকে ফুটেজ দিয়েছি।

    পুলিস জানিয়েছে, মন্দির প্রাঙ্গণ থেকে হার ছিনতাইয়ের ঘটনায় এফআইআর হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে।
  • Link to this news (বর্তমান)