জুলাই থেকে জোড়-বিজোড় নিয়মে চলবে টোটো, ফিক্সড হচ্ছে ভাড়াও
বর্তমান | ২৯ জুন ২০২৫
শ্রীকান্ত পড়্যা, দীঘা: দীঘায় টোটোয় জুলুম রুখতে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে জোড়-বিজোড় নিয়মে টোটো চলবে। ভাড়ার তালিকাও নির্দিষ্ট করা হবে। পুলিসের পক্ষ থেকে ইতিমধ্যে জোড়-বিজোড় নিয়মে টোটো চালানোর জন্য স্টিকার তৈরি করা হয়েছে। আগামী ১ ও ২ জুলাই নিউ দীঘা এবং ওল্ড দীঘার টোটো ইউনিয়নের হাতে ওই স্টিকার তুলে দেওয়া হবে। এই মুহূর্তে দীঘায় তিনটি সংগঠনের অধীনে মোট ১৯০০ টোটো চলাচল করে। জোড়-বিজোড় নিয়ম চালু হওয়ার পর প্রতিদিন অর্ধেক অর্থাৎ ৯৫০টি টোটো চলবে।
অতিরিক্ত পুলিস সুপার(ট্রাফিক) শ্যামলকুমার মণ্ডল বলেন, দীঘায় টোটো ও অটো পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। সংখ্যায় অতিরিক্ত টোটো চলাচলের কারণে খুবই সমস্যা হয়। আমরা জোড়-বিজোড় নিয়মের রোজ সংখ্যাটা অর্ধেক করতে চাইছি। ১ ও ২ জুলাই পুলিসের পক্ষ থেকে দু’রকম রঙের স্টিকার ইউনিয়নগুলির হাতে তুলে দেওয়া হবে।
দীঘায় ইউনিয়নের সদস্যপদ থাকা ১৯০০ টোটো চলাচল করে। তারমধ্যে ওল্ড দীঘা ইউনিয়নের অধীনে ৫০০টি টোটো, নিউ দীঘা ইউনিয়নের অধীনে ১২০০ টোটো এবং বাংলা-ওড়িশা সীমানাবর্তী উদয়পুরে আরও একটি ইউনিয়নের অধীনে আরও ২০০ টোটো চলাচল করে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর শুধু হোটেল ভাড়া নয়, টোটো ও অটো ভাড়াও অনেকটাই বেড়ে গিয়েছে। এক কিংবা দু’কিলোমিটার দূরত্ব যেতে টোটোয় উঠলে ভাড়া ৫০ টাকা। মন্দির উদ্বোধনের পর রাতারাতি টোটো চালকরা ভাড়া অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। ফলে রাজ্যের নানাপ্রান্ত থেকে আসা পর্যটকরা তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছেন।
শনিবার মুর্শিদাবাদের লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামের সুকুমার সরকার সহ মোট চারজন নিউদীঘার নার্সিংহোম গলি মোড় থেকে মোহনা যাওয়ার জন্য টোটো বুক করতে যান। টোটো চালক ২০০টাকা ভাড়া দাবি করে। আর অটো চালকরা ৩০০ টাকা চেয়ে বসে। এত টাকা ভাড়া শুনেই তাঁরা অবাক। অমরাবতী থেকে উদয়পুরের টোটো ভাড়া ১০০ টাকা। রেলস্টেশন থেকে সায়েন্স সেন্টার ১০০ টাকা। গত দু’মাসে টোটো ভাড়ায় আগুন লেগেছে। বাস ও ট্রেন পথে আসা পর্যটকদের কাছে দীঘায় ঘুরে বেড়ানোর জন্য অটো ও টোটোই ভরসা। এখানে এসে ভাড়া গুনতে গিয়ে তাঁদের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে।
জানা গিয়েছে, সংগঠনের সদস্যপদ না থাকা অনেক টোটো দীঘায় চলাচল করছে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগে সব সময় ইউনিয়নের নেতারা তাঁদের দিকেই আঙুল তুলছেন। কিন্তু, বাস্তবটা অন্যরকম। একচেটিয়া টোটো চালক দীঘায় ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এই অবস্থায় প্রশাসন জোড়-বিজোড় সিস্টেমে টোটো চালানোর পাশাপাশি নির্দিষ্ট রেটচার্ট বেঁধে দিচ্ছে। প্রতিটি ইউনিয়নকে নির্দিষ্ট রেটচার্ট তৈরি করে প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে। সেই রেটচার্ট প্রত্যেক স্ট্যান্ডে টাঙানো থাকবে। সেইসঙ্গে অভিযোগ জানানোর নম্বরও থাকবে।
ওল্ড দীঘা টোটো চালক ইউনিয়নের সম্পাদক প্রদীপ জানা বলেন, আমাদের ইউনিয়নের সদস্যরা অতিরিক্ত ভাড়া নেন না। নির্ধারিত ভাড়া নেওয়ার জন্য তাঁদের নির্দেশ দেওয়া আছে। কিন্তু, ইউনিয়নের বাইরে অনেকে টোটো চালাচ্ছেন। তাঁরাই বেশি টোটো ভাড়া নিয়ে বদনাম করে দিচ্ছেন।