সংবাদদাতা, কাঁথি: মাসদুয়েক আগে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাজ্য-রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার রামনগরের মৈতনা পঞ্চায়েতের ডেমুরিয়ার প্রাচীন রথের মেলার অনুষ্ঠানে হাজির হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি ডেমুরিয়ায় আসেন। তবে এবার সঙ্গে তাঁর সহধর্মিনী ছিলেন না। ডেমুরিয়ায় এসে মাসির বাড়ি ঘুরে দেখেন দিলীপ। জগন্নাথদেবের কাছে প্রণাম সারেন। রথযাত্রা পরিচালন কমিটির কর্মকর্তা সহ স্থানীয় লোকজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারপর মূল মন্দিরেও যান। ডেমুরিয়ার রথ তিন শতাধিক বছরের প্রাচীন। রথযাত্রার ইতিহাস সম্পর্কে কমিটির কর্মকর্তাদের কাছে খোঁজখবর নেন। তাঁদের সঙ্গে বসে প্রসাদও গ্রহণ করেন। ছিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা রথযাত্রা পরিচালন কমিটির সম্পাদক তমালতরু দাসমহাপাত্র, কর্মকর্তা অলোক চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, এই রথযাত্রার পরিচালন কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁদের অনেকেই শাসকদলের নেতা।
দিলীপবাবু বলেন, রামনগরের এই প্রত্যন্ত এলাকায় এসে ভগবানের দর্শন করলাম। অনেকদিনের ইচ্ছে ছিল। সুযোগ হয়ে গেল। খুব ভালো লাগল। অনেক পুরনো মূর্তি এখানে পুজো হয়ে আসছে। গ্রামীণ এই এলাকায় অনেকেই আসতে পারেন না। আশা করি, ডেমুরিয়ার জগন্নাথদেবের মাহাত্ম্য আরও ছড়িয়ে পড়বে। তমালতরুবাবু বলেন, জগন্নাথ মহাপ্রভুর টানে তাঁকে দর্শন করতে ডেমুরিয়ায় এসেছিলেন দিলীপবাবু। এর আগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন। সবাই মহাপ্রভুর দর্শনের জন্য আসছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁর এই আগমনকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা প্রসাদগ্রহণের জন্য অনুরোধ করেছিলাম। তিনি তা গ্রহণ করেছেন।