• কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে ঝাড়গ্রাম: শোভনদেব
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম জেলা কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শনিবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জেলা শহরের সার্কিট হাউসে কৃষিদপ্তরের আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠক করেন। সেখানে জেলায় কৃষির অগ্রগতি নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। জেলায় শস্যবিমায় কত সংখ্যক চাষিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেবিষয়ে মন্ত্রী খোঁজখবর নেন।

    কৃষিমন্ত্রী বৈঠক শেষে বলেন, ঝাড়গ্ৰাম শুখা এলাকা। আগে এখানে চাষবাস অল্পই হতো। রাজ্য সরকারের নানা উদ্যোগে জেলায় ফলন অনেকটা বেড়েছে। কৃষকবন্ধু, বাংলা শস্যবিমা, পেনশন প্রকল্প, বাংলা কৃষিসেচ যোজনা, মাটির সৃষ্টি প্রকল্পে জেলার কৃষকরা উপকৃত হচ্ছেন। এই মরশুমে বোরো ধানের ফলন পর্যাপ্ত হয়েছে। সর্ষের ফলনও বেশ ভালো। তবে ডালজাতীয় শস্যের উৎপাদন তুলনামূলক কমেছে। কৃষিক্ষেত্রে এই জেলা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কৃষির আরও উন্নতিতে চেষ্টা চালাতে হবে। 

    জেলা কৃষিদপ্তরের উপ-অধিকর্তা অজয় শর্মা বলেন, আধিকারিকদের নিয়ে কৃষিমন্ত্রী রিভিউ বৈঠক করেছেন। তাঁর কাছে জেলার সার্বিক তথ্য তুলে ধরা হয়। কৃষিক্ষেত্রে জেলার সার্বিক কার্যক্রম নিয়ে উনি সন্তোষ প্রকাশ করেছেন।
  • Link to this news (বর্তমান)