রুটিন মেনেই মাসির বাড়িতে পুজো ও ভোগ পাচ্ছেন প্রভু জগন্নাথদেব
বর্তমান | ২৯ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দীঘা: দীঘা জগন্নাথ মন্দিরের রুটিনেই মাসির বাড়িতে পুজো, ও ভোগ নিবেদন করা হচ্ছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। শুক্রবার রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুরনো জগন্নাথ মন্দিরের কাছে মাসির বাড়িতে পৌঁছে গিয়েছেন প্রভু জগন্নাথদেব। শনিবার সকাল ৬টায় মন্দিরের গেট খোলা হয়। মঙ্গলারতি সহ পুজো করা হয়। সকালে বাল্যভোগ নিবেদন করা হয়। তারপর মঙ্গলারতি, ও দর্শন আরতি হয়। দুপুর ১২টায় প্রভুকে রাজভোগ দেওয়া হয়। রুটিন মতোই দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত দ্বৈপ্রাহরিক বিশ্রামে ছিলেন জগন্নাথদেব। বিকেল ৩টের পর মন্দির খুলে বৈকালিক ভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় ফের আরতি হয়।
শনিবার সকাল থেকেই দুপুর পর্যন্ত দীঘায় নাগাড়ে দীঘায় বৃষ্টি হয়েছে। দুপুর ১২টার পর আবহাওয়ার উন্নতি হয়। বিকেল থেকে দীঘা জগন্নাথ মন্দিরের পাশাপাশি মাসির বাড়িতেও ভক্তদের ঢল নামে। টানা তিন দিনের পর শনিবার ওল্ড দীঘা থেকে নিউ দীঘার যাওয়ার ১১৬বি জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। টোটো ও অটো পরিষেবাও স্বাভাবিক হয়। ফলে বিকেলের পর থেকে প্রচুর সংখ্যক মানুষজন হোটেল থেকে বেরিয়ে প্রভুকে দর্শনের জন্য মন্দির ও মাসির বাড়িতে পৌঁছে যান। মাসির বাড়িতেও ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। মাসির বাড়ির সামনে পুলিস ক্যাম্প বসেছে। ডিএসপি(ডি অ্যান্ড টি) আবুনুর হোসেন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রচুর সংখ্যক পুলিস অফিসার ও কর্মী মাসির বাড়িতে নজরদারি চালাচ্ছেন।
দীঘার জগন্নাথ মন্দিরের সেবাইতদের মধ্যে সাত-আটজন পালা করে মাসির বাড়িতে পুজো, আরতি ও ভোগ নিবেদন করতে সেখানে পৌঁছে যাচ্ছেন। বিকেল ৩টে নাগাদ মাসির বাড়িতে ছিলেন জগন্নাথকৃপা দাস। মায়াপুর ইস্কন মন্দির থেকে আসা ওই সেবাইত মাসির বাড়িতে পুজোর ফাঁকে বলেন, শনিবার সকাল ৬টায় মাসির বাড়িতে প্রভুর মন্দিরের দরজা খোলা হয়েছে। তারপর মঙ্গলারতি হয়। বাল্যভোগ নিবেদন করা হয়। ফের মঙ্গলারতি, দর্শন আরতি করে প্রভুকে রাজভোগ নিবেদন করা হয়। তাতে অন্ন, পিঠে-পোলাও, মিষ্টান্ন, দই ছিল। জগন্নাথ মন্দির থেকেই ভোগ রান্না করে এখানে আনা হচ্ছে। আবার, এখানকার পুরনো জগন্নাথ মন্দিরের বানানো ভোগও দেওয়া হয়েছে। মন্দিরের রুটিন থেকেই মাসির বাড়িতে মন্দির খোলা, পুজো এবং আরতি, ভোগ নিবেদন সবটাই হচ্ছে।
মাসির বাড়িতে ভিড় হওয়ার কথা মাথায় রেখে প্রশাসন ভক্তদের জন্য ওয়ান ওয়ে ব্যবস্থা চালু করেছে। জাতীয় সড়ক থেকে সরাসরি পুরনো জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তা ধরে মাসির বাড়িতে পৌঁছে যাচ্ছেন ভক্তরা। তারপর সেখান থেকে বেরিয়ে সি-বিচের রাস্তা ধরে ডান দিক কিংবা বাঁদিকে যেতে পারবেন। দু’দিনে ট্রাফিক ব্যারিকেড দিয়ে মোতায়েন রয়েছে পুলিস। সরাসরি জগন্নাথ ঘাটের দিক থেকে লোকজনকে মাসির বাড়িতে আসতে দেওয়া হচ্ছে না।