নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ভিন জেলায় গিয়ে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে পুলিস। উদ্দেশ্য, তমান্না খুনের মূল অভিযুক্তদের পাকড়াও করা। তাতেই বড় সাফল্য পেল কালীগঞ্জ থানার পুলিস। বোমাবাজির ঘটনার মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের তালিকায় রয়েছে বুথ সভাপতি গাওয়াল শেখ, তার দুই ছেলে হাবিবুল শেখ ও বিমল শেখ এবং মানোয়ার শেখের ছেলে নবাব শেখ। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরের দিকে হাবিবুল ও নবাব মুর্শিদাবাদ জেলার চম্পাইহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গভীর রাতে কাটোয়া থানার এলাকা থেকে গাওয়াল ও বিমলকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ছ’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অর্থাৎ বোমাবাজির ঘটনার পাঁচদিনের মাথায় গ্রেপ্তার হল ন’জন। যদিও পরিবারের অভিযোগ অনুয়ায়ী এখনও ১৫ জন অভিযুক্ত অধরা রয়েছেন। তবে খুব শীঘ্রই আরও বেশ কয়েকজনকে ধরা নিয়ে আশাবাদী পুলিস। মোলান্দির এই ঘটনার প্রতিবাদে সিপিএমের তরফ থেকে পলাশী এলাকায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁরা তমান্নার বাড়ির লোকেদের সঙ্গে দেখাও করেন। সেলিম বলেন, বোমা ছোড়ার জন্যই সেদিন মিছিল করা হয়। পুলিস ও গুন্ডাদের ব্যবহার করে তৃণমূল ভোটে জেতার চেষ্টা করছে। কৃষ্ণনগর পুলিস জেলার এসপি অমরনাথ কে বলেন, আমরা আরও চারজনকে ধরতে পেরেছি। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত ন’জন গ্রেপ্তার হয়েছে।