দ্রুত রাস্তা মেরামতির দাবিতে কেষ্টপুরে বিক্ষোভ বাসিন্দাদের
বর্তমান | ২৯ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষায় রাস্তার ভয়াবহ অবস্থা। জায়গায় জায়গায় গর্ত। পিচ খুলে ইটের আস্তরণ বেরিয়ে গিয়েছে। দ্রুত এই রাস্তা মেরামতির দাবিতে কেষ্টপুর এলাকায় পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। বিধাননগর পুরসভার ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় শনিবার সকালে পথ অবরোধ করেন তারা। ঘণ্টা দু’য়েক ধরে অবস্থান বিক্ষোভ চলে। রাস্তায় বাঁশ ফেলে পথ অবরোধ করা হয়। শেষে ২৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি এবং পুরসভার পদস্থ ইঞ্জিনিয়ার এসে দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ভিআইপি রোড থেকে কেষ্টপুরে হয়ে ওই রাস্তা নিউটাউনের সঙ্গে মিশেছে। কিন্তু গত কয়েক বছর ধরে সেটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এবছর রাস্তা মেরামতের কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়।
স্থানীয় এক বাসিন্দা বলেন, কেষ্টপুর মিশন বাজার ও নিউটাউনের সংযোগকারী রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। খানাখন্দ ভর্তি রাস্তায় গত এক বছরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। পুর প্রশাসনের আশ্বাস, ৫ জুলাইয়ের মধ্যে রাস্তা চলাচলের যোগ্য করে তোলা হবে।
২৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সুশোভন (মাইকেল) মণ্ডল জানান, বৃষ্টি সহ নানা কারণে ঘোষপাড়া থেকে চণ্ডীবেড়িয়া অংশে রাস্তার কাজ আটকে যায়। বাসিন্দাদের অভিযোগ ন্যায়সঙ্গত। তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ২৫ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি পূর্ণিমা নষ্করকে অবশ্য ঘটনাস্থলে দেখা যায়নি।