• বাম সংগঠনের পোস্টারে তৃণমূলের মন্ত্রী!
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরিস্থিতি এমনই যে, এখন বামেদের ভরসাও সেই তৃণমূল। কীভাবে? বামফ্রন্টের শরিক দল সিপিআই প্রভাবিত সংগঠন পশ্চিমবঙ্গ মত্স্যজীবী কল্যাণ সমিতি। সেই সংগঠনের রাজ্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে নাম মত্স্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীর। শনিবার এই সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় দীঘাতে। তার পোস্টারে দেখা যাচ্ছে, উদ্বোধক বর্ষীয়ান সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায় ও বিশেষ অতিথি তৃণমূল সরকারের মন্ত্রী। কিন্তু সিপিআই নেতৃত্ব বলছেন, এটা তাঁদের ভুল হয়েছে। যিনি করেছেন, তাঁর বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নেবে। প্রশ্ন উঠছে, মন্ত্রীর অনুমতি ছাড়াই তাঁর নাম পোস্টারে দেওয়া হল? পোস্টার সাঁটা পর্যন্ত সেই ভুল চোখে পড়ল না বামদলটির? নাকি কসবা ও কালীগঞ্জের ঘটনার জন্যই সিপিআই বিতর্ক এড়াতে ‘ভুল’ হওয়ার তত্ত্ব সাজাচ্ছে?

    প্রশ্ন অনেকগুলো। কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ৩৪ বছরের শাসনের পর বিরোধী দল হয়ে বামেরা এখন বিধানসভায় শূন্য। কিন্তু সাংগঠনিক কাজকর্ম চলতেই থাকে তাঁদের। আর তেমনই একটি সাংগঠনিক কাজের সূত্র ধরেই সিপিআই ও তৃণমূল কাছাকাছি চলে এল। সিপিআইয়ের অন্দরেই এই নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি বলেন, ‘ওটা ভুলবশত হয়েছে। উনি আসবেনও না। একজন ভুল করে করেছিলেন। আমরা তাঁকে ভর্ৎসনা করেছি।’ কিন্তু পোস্টারেও তো মন্ত্রীর নাম বেরিয়ে গিয়েছে। স্বপনবাবু আবার বলেন, ‘ওটা ভুল করে হয়েছে। পোস্টার শুধু মেদিনীপুরেই পড়েছে। উনি আসবেন না।’ তাঁকে কি না আসার জন্য বলা হয়েছে? ‘ওঁকে কিছুই বলা হয়নি’, এই বলে ফোন রাখেন স্বপনবাবু। এই বিষয়ে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে একাধিকবার ফোন ও মেসেজ করা হলেও তিনি নিরুত্তর থেকেছেন। জানা গিয়েছে, মন্ত্রী সম্মেলনে যাননি। 

                                           এই সেই পোস্টার।
  • Link to this news (বর্তমান)