• ১৫ বছর পর শুরু হচ্ছে গোর্খা নেতা মদন তামাং হত্যা মামলার বিচার
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ১৫ বছর পর অবশেষে অখিল ভারতীয় গোর্খা লিগের তৎকালীন সভাপতি মদন তামাং হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল আদালত। কড়া নিরাপত্তায় কলকাতা নগর দায়রা আদালতের (বিচার ভবন) মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে শুরু হবে এই মামলার শুনানি। সম্প্রতি এই ‘হাইপ্রোফাইল’ মামলায় অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন সভাপতি বিমল গুরুং সহ ৪৪ জনের বিরুদ্ধে খুন সহ একাধিক ধারায় চার্জ গঠনের নির্দেশ দেন বিচারক। চার্জ গঠনের পরই বিচারক মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। চার্জ গঠনের আইনি প্রক্রিয়ার শেষে অভিযুক্তরা বিচারককে বলেন, ‘আমরা নির্দোষ।’ এদিকে, ঘটনার ১৫ বছর পর এই মামলার শুনানি শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে মামলার তদন্তকারী সংস্থা সিবিআই। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১০ সালে ২১ মে সকালে দার্জিলিঙের ক্লাব সাইট রোডে সভা করতে এসে নৃশংসভাবে খুন হন গোর্খা নেতা মদন তামাং। ঘটনার তদন্তে নেমে পুলিস নিকল তামাং নামে এক অভিযুক্তকে পাকড়াও করে। পরে সে পুলিস হেফাজত থেকে পালিয়ে যায়। তা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। তারা তদন্ত শেষ করে আদালতে বিমল গুরুং, রোশন সিং, বিনয় তামাং সহ ৪৪ জনের বিরুদ্ধে এই খুনের মামলায় আদালতে চার্জশিট পেশ করে। ২০১৭ সালে চার্জশিট থেকে বিমল গুরুংয়ের নাম বাদ দেয় নগর দায়রা আদালত। সেই আদেশের বিরুদ্ধে মৃত মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং ও সিবিআই হাইকোর্টে যায়। উচ্চ আদালত বিমল গুরুংকে ফের এই খুনের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। দেখার বিষয়, এই মামলায় সিবিআই আদালতে কাকে প্রথম সাক্ষী হিসেবে হাজির করে।   
  • Link to this news (বর্তমান)