কসবা কাণ্ডের জের, বেশি রাত পর্যন্ত রাস্তায় নজরদারি চালাতে হবে সব ওসি, এসিদের
বর্তমান | ২৯ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা গণধর্ষণ কাণ্ডের জেরে কলকাতার সব থানার ওসিদের বাড়তি সতর্ক থাকার বার্তা দিলেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। শনিবার বিকেলে আলিপুর বডিগার্ড লাইন্সে মহরম সংক্রান্ত এক বৈঠকে এই বার্তা দেন কলকাতার সিপি।
কলকাতা পুলিসের এক বিশেষ সূত্র জানাচ্ছে, এই বৈঠকে সিপি বলেন, শহরে সাম্প্রতিক ঘটনার জেরে সমস্ত থানার ওসি এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের (এসি) রাতে রাস্তায় বাড়তি সতর্ক থাকতে হবে। পাশাপাশি, তিনি ওসি এবং এসিদের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে বলেছেন। এই সময়ে শহরে কোথাও কোনও অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজর দিতে বলা হয়েছে। এদিনের বৈঠকে সিপি সরাসরি ‘কসবা’ শব্দটি উচ্চারণ করেননি। কিন্তু সিপির ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি উপস্থিত পুলিস অফিসারদের। আরজিকর গণধর্ষণ কাণ্ডের পর রাত দখলের ডাককে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠেছিল কলকাতা সহ গোটা রাজ্য। তখন পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয়েছিল পুলিস প্রশাসনকে। পুলিসের একটি মহলের মতে, সেকথা মাথায় রেখে এবার আগে ভাগেই সতর্ক লালবাজার। তাই সিপি এদিন ওসি এবং এসিদের রাতের বেলা রাস্তায় উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন। তেমনই সাধারণ মানুষের মনোভাবের আঁচ পেতে, তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে বলেছেন। এবার মহরম এবং উল্টোরথ পরপর রয়েছে। বৈঠকে এনিয়েও বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে মহরমের মিছিল ও রথ যাতে একই পথে না চলে আসে, সেদিকে নজর দিতে বলা হয়েছে।