• পাথরপ্রতিমায় বিপজ্জনক বাঁকে বাইক দুর্ঘটনা, তিন যুবকের মৃত্যু
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • সংবাদদাতা, কাকদ্বীপ: বাইক দুর্ঘটনায় মৃত তিনজন। গুরুতর আহত হলেন আরও একজন। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায়। মৃতদের নাম সুব্রত মণ্ডল (২২), দীপঙ্কর মণ্ডল (১৯) ও মহম্মদ মোস্তকি হোসেন (৩২)। আহত যুবকের নাম সঞ্জয় মণ্ডল (২৫)। সবারই বাড়ি বসিরহাট থানা এলাকায়। জানা গিয়েছে, প্রায় ২৮ দিন আগে ১৪ জন মিলে পাথরপ্রতিমায় নলকূপের কাজ করতে এসেছিলেন। তাঁদের কাজও শেষ হয়ে গিয়েছে। শনিবার সবার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। 

    শনিবার ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। সেই সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁরাই দেখতে পান একটি মোটরসাইকেল রাস্তার উপরে ভেঙে পড়ে। পাশের নর্দমায় তিনজন পড়েছিলেন। এছাড়াও নর্দমার পাশে জমিতে পড়েছিলেন আরও একজন। তাঁরা পাথরপ্রতিমা থানায় খবর দেন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিস গিয়ে তাঁদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিস তাঁদের মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয়কে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    আহত যুবক সঞ্জয়ের ভাই সঞ্জিত মণ্ডল বলেন, এই চারজন ঠিকাদারের অধীনে ঢোলাহাট থানার যশোদা মোড়ে নলকূপ বসানোর কাজ করতে এসেছিলেন। শুক্রবার বিকেল নাগাদ তাঁদের কাজ শেষ হয়ে যায়। এরপর তাঁরা একটি বাইকে করে রামগঙ্গায় রথযাত্রা দেখতে গিয়েছিলেন। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দিয়ে নর্দমায় পড়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাস্থল অর্জুন মোড়ে পিচ রাস্তার বিপজ্জনক বাঁক রয়েছে। সেই কারণে ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত চার বছরে দুর্ঘটনায় ওখানে ১৩ জনের মৃত্যু হয়েছে। দুই মাস আগেও ওখানে বাইক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছিল। এলাকাবাসীদের দাবি, ওই রাস্তার বাঁকের দুই দিকে বাম্পার তৈরি করার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। তাই প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে ওখানে বাম্পার কিংবা স্পিড ব্রেকার বসানো প্রয়োজন।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)