নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, রবিবার বিকেলে বৈঠক ডাকল দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। বৈঠক ডেকেছেন সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক ও চেয়ারম্যান নির্মল ঘোষ। বেশ কিছুদিন ধরে পানিহাটি, কামারহাটি, খড়দহ, নৈহাটিতে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ছে। এইসব ক্ষেত্রে রাশ না টেনে ধরলে সমস্যা আরও বাড়বে বলে মনে করছে অভিজ্ঞমহল। এছাড়া তৃণমূলের জেলা সভাপতিদের নাম ঘোষণা করার পর ছাত্র, যুব, মহিলা, শ্রমিক সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে এই সাংগঠনিক জেলার মহিলা সভাপতিকে পরিবর্তন করা হয়েছে। কেয়া দাসের জায়গায় সভাপতি হয়েছেন নিউ বারাকপুর পুরসভার ভাইস চেয়ারপার্সন স্বপ্না বিশ্বাস। যুব সভাপতি হয়েছেন দেবরাজ চক্রবর্তী, শ্রমিক সংগঠনের সভাপতি রয়েছেন সোমনাথ শ্যাম। তবে এখনও ছাত্র সভাপতির নাম ঘোষণা করা বাকি রয়েছে।