সংবাদদাতা, উলুবেড়িয়া: বুনো শুয়োরের আক্রমণে অতিষ্ট উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বহিরা, বড়-ছোট আমশা, কুলপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা। চাষের জমি থেকে পানের বরজ, ফুলের নার্সারি সহ বহু জায়গায় হামলা চালাচ্ছে বুনো শুয়োরের দল। চাষের ক্ষতি হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে বুনো শুয়োরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। না হলে পথে বসতে হবে স্থানীয়দের।
গত দু’বছর হল একদল বুনো শুয়োর বহিরা ও একাধিক এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। প্রাণীগুলি জমির ফসল খেয়ে নিচ্ছে। গোড়া খুঁড়ে গাছ নষ্ট করছে। আগে রাতের দিকে আসত। এখন দিনের বেলাতেও গ্রামে চলে আসছে। জমির পর জমির ফসল নষ্ট করে দিচ্ছে। শুক্রবার বহিরা গ্রামে হানা দিয়েছিল। একটি নার্সারিতে ঢোকে। তছনছ করে দেয় সব। নার্সারির মালিক জয়দেব রায় জানান, ফুল সহ একাধিক দামি গাছ আছে। শুয়োরের দল এসে নামীদামি গাছ নষ্ট করে। সাইকাস, লাল চন্দন, বিভিন্ন ফলের গাছ নষ্ট করে দিয়েছে। প্রচুর টাকার ক্ষতি হয়েছে। অন্যান্যদের অভিযোগ, বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট করে দিচ্ছে শুয়োর। তাড়া করলে ওগুলো পালায়। প্রতিদিন এক জায়গায় হানা দেয় না। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন জায়গায় যায়। ফসল নষ্ট করে। গ্রামবাসীদের বক্তব্য, দু’বছর ধরে অত্যাচার চললেও কোনও প্রতিকার হয়নি। এখন জমিতে চাষ করতেও ভয়। নিজস্ব চিত্র