• সোমবার উপকূলে তৈরি হবে নিম্নচাপ আজ থেকেই ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গের উপর যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার গতিপ্রকৃতির উপর নির্ভর করবে আগামী কয়েকদিনের বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, নিম্নচাপটি কতটা শক্তি বাড়াবে ও কোন জায়গায় প্রভাব বেশি ফেলবে,  তা আরও নির্দিষ্টভাবে বলা যাবে আজ ও কাল। সোমবার নাগাদ উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নিম্নচাপটি তৈরি হওয়ার কথা। নিম্নচাপ তৈরি হওয়ার পর এর গতিপ্রকৃতি আরও ভালোভাবে বোঝা যায়। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য যে পূর্বাভাস দিয়েছে, তাতে অনেকগুলি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে অত্যন্ত ভারী বৃষ্টির ( ২৪ ঘন্টায় ২০০ মিমি বা তার বেশি) পূর্বাভাস কোনও জায়গার জন্য দেওয়া হয়নি এখনও। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন,  নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে, সেদিকে নজর রাখা হচ্ছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখন সক্রিয় রয়েছে। বায়ুমণ্ডলের এই পরিস্থিতি নিম্নচাপকে খুব বেশি শক্তি বৃদ্ধি করতে দেয় না। আপাতত মনে করা হচ্ছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে দক্ষিণবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এগবে। 

    আজ, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। কাল, সোমবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ দেওয়া হয়েছে। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূল এলাকায় হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 
  • Link to this news (বর্তমান)