• বারুইপুরে পুকুর ভরাট রুখল পুলিস, আটক ৩
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কোনওমতেই পুকুর ভরাট করা যাবে না। কিন্তু সেই নির্দেশকে থোড়াই কেয়ার করে বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের খোদারবাজার নিশ্চিন্তপুরে দীর্ঘদিন ধরে একটি ১২ কাটার জলাশয় ভরাট করা হচ্ছিল। শুধু ভরাট নয়, সেখানে রীতিমতো কলাম তুলে, ইট দিয়ে নির্মাণও শুরু হয়ে গিয়েছিল। অভিযোগ পাওয়ার পরেই শনিবার সকালে ওই জলাশয়ে সাদা বালি ফেলার সময় তিন শ্রমিককে আটক করে বারুইপুর থানার পুলিস। এই প্রসঙ্গে কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইত জানান, ওই এলাকায় সিপিএমের পঞ্চায়েত সদস্য রয়েছেন। তিনি সব জেনেও চুপ ছিলেন। আমাদের কাছে খবর আসতেই বারুইপুর থানায় জানানো হয়। এদিকে, অভিযোগ প্রসঙ্গে সিপিএমের ওই পঞ্চায়েত সদস্য সাহানা বিবি বলেন, আমি তো পঞ্চায়েত কর্তাদের বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু ওঁরাই কর্ণপাত করেননি।
  • Link to this news (বর্তমান)