ফের মেট্রো ট্র্যাকে জল, প্রায় দেড় ঘণ্টা বন্ধ যাত্রী পরিষেবা
বর্তমান | ২৯ জুন ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টির কারণে ফের ব্যাহত হল মেট্রো চলাচল। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে বিপর্যয়ের ফলে শনিবার বিকেলে প্রায় দেড় ঘণ্টা মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে ময়দান পর্যন্ত বন্ধ রইল মেট্রো।
সূত্র মারফত জানা গিয়েছে, বৃষ্টির ফলে নেতাজি ভবন স্টেশনের কেন্দ্রীয় নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল এদিন। ফলে ডাউন লাইনের ট্র্যাকে জল জমে যায়। এর জেরে বিকেল চারটে থেকে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত নর্থ-সাউথ রুটের ওই অংশে মেট্রো চলাচল বন্ধ থাকে। কবি সুভাষ থেকে টালিগঞ্জ ও ময়দান থেকে দক্ষিণেশ্বর, বিক্ষিপ্তভাবে চলেছে ট্রেন। তবে গুরুত্বপূর্ণ একটি অংশ অচল হয়ে পড়ায় স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়ে। মেট্রো আধিকারিকদের দাবি, নেতাজি ভবন স্টেশন সম্পূর্ণ মহিলা পরিচালিত। তাই প্রাথমিকভাবে কাজ শুরু করতে বিলম্ব হয়। পরে আশপাশের স্টেশন থেকে পুরুষ কর্মীদের নিয়ে এসে কাজ শুরু করা হয়েছে। পাম্প চালিয়ে জল তোলার কাজ দীর্ঘক্ষণ ধরে চলে।
প্রসঙ্গত গতবছর লোকসভা ভোটের আগে একই কারণে দীর্ঘ পাঁচ ঘণ্টা মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পার্ক স্ট্রিট স্টেশন কার্যত চলে গিয়েছিল জলের তলায়। প্ল্যাটফর্ম, সিঁড়ি ও ট্র্যাক জলে ভেসে গিয়েছিল। ঘটনাক্রমে পাঁচ ঘণ্টা শহরের লাইফ লাইন স্তব্ধ থাকার দিন রাজভবনে রাত্রিবাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি তাঁর কানে যায়। প্রধানমন্ত্রী তারপর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে বিপর্যয়ের ব্যাখ্যা তলব করেছিলেন। শনিবার বিপর্যয়ের পর বহু যাত্রীর বক্তব্য, ‘এটা পরিষ্কার যে, গতবছরের ঘটনা থেকে মোটেও শিক্ষা নেননি মেট্রো কর্তারা।’