সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ থানার খয়রামারিতে বাড়ি থেকে উদ্ধার এক মহিলার দেহ। শনিবার সকালে রেনু দাস নামে বছর ষাটের ওই মহিলার দেহ পেয়েছে পুলিস। একটি বাড়িতে একা ভাড়ায় থাকতেন তিনি। এদিন সকালে প্রতিবেশী এক মহিলা ঘরের দরজা খোলা অবস্থায় খাটের উপর শুয়ে থাকতে দেখেন রেনুদেবীকে। ডাকাডাকির পর না সাড়া না দেওয়ায় তাঁর সন্দেহ হয়। বনগাঁ থানার পুলিস দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গিয়েছে রেনু দাস দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ক্যান্সারে ভুগছিলেন। পুলিসের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে।