পাকিস্তানে সোয়াট নদীতে হড়পা বান আসায় ভেসে গিয়েছেন অন্তত ১৭ জন। সে দেশের খাইবার পাখতুনখা এলাকায় ঘটেছে এই ঘটনা। পর্যটকেরা পিকনিক করতে এসে এই দুর্ঘটনার শিকার হন। এই ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
মে মাসের প্রথম সপ্তাহে শুরু হয়েছে চারধাম যাত্রা। কিন্তু বৃষ্টি ও ভূমিধসের কারণে চারধাম যাত্রা ব্যাহত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ২৯ জুন, রবিবার থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। যার ফলে হরিদ্বার, ঋষিকেশ-সহ বিভিন্ন স্থানে হাজার হাজার পুণ্যার্থী আটকে পড়েছেন।
পুরীর গুন্ডিচা মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে আহত বহু মানুষ। মৃত্যু হয়েছে তিন জনের। কলিঙ্গ টিভি-র দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের নাম বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং প্রভাতী দাস।
কসবাকাণ্ডে শনিবারই দক্ষিণ কলকাতার ল কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে লালবাজার নির্যাতিতার গোপন জবানবন্দিও নিয়েছে। এ দিন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের একাধিক জায়গায় প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। এ দিকে রবিবার বিকালে কসবার ল কলেজের সামনে জমায়েতের ডাক দিয়েছে একটি সংগঠন। এ বার কসবাকাণ্ডে আর নতুন কী কী তথ্য বেরিয়ে আসবে এখন সেটাই দেখার।
রবিবার দক্ষিণবঙ্গের ছটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও হাওড়া-সহ কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।