থুতু ফেলা ছাড়াও নানা কারণে স্টেশন চত্বর নোংরা করার অভিযোগে ৬৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পূর্ব রেল। আদায়কৃত এই অর্থ এসেছে চলতি বছরের প্রথম ছ’মাসে। উল্লেখ্য, স্টেশন চত্বর পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন সময়ে সচেতনতামূলক প্রচার চললেও তাতে বিশেষ বদল না আসায় শাস্তিমূলক ব্যবস্থা নেয় রেল। এই প্রক্রিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ২২ জুনের মধ্যে ৫৩ হাজার ৩৯৮ জন যাত্রী জরিমানার কোপে পড়েছেন। তাঁদের থেকে রেল ৬৬ লক্ষ ৯৫ হাজার ৯০৫ টাকা আদায় করেছে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনের ১৬৯২৭ জন যাত্রীর কাছ থেকে ২৪ লক্ষ টাকার বেশি জরিমানা আদায় হয়েছে। হাওড়া ডিভিশনের ৯৭১২ জন যাত্রীর কাছ থেকে আদায় হয়েছে ১২ লক্ষ ৩১ হাজার টাকার বেশি।
একক ভাবে স্টেশন নোংরা করায় সবচেয়ে বেশি যাত্রী শাস্তির কোপে পড়েছেন আসানসোল ডিভিশনে। সেখানে ২৬ হাজার যাত্রীর কাছ থেকে ২৯ লক্ষ টাকার বেশি জরিমানা আদায় হয়েছে। সবচেয়ে কম অভিযোগ এসেছে মালদহ ডিভিশন থেকে। ওই ডিভিশনের ৭২১ জন যাত্রীর কাছ থেকে প্রায় ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। রেলের দাবি, প্ল্যাটফর্ম, সিঁড়ি, বুকিং কাউন্টার, বসার জায়গা, ফুট ওভারব্রিজ-সহ নানা জায়গায় থুতু, আবর্জনা ফেলার প্রবণতা আছে যাত্রীদের বড় অংশের।