• চাকরি দেওয়ার নামে প্রতারণা, হাওড়া থেকে গ্রেপ্তার বিজেপি নেতা
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণা। এক মহিলার অভিযোগের ভিত্তিতে হাওড়া থেকে বিজেপি নেতাকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম হরিয়ম বাল্মিকী। তার বাড়ি হাওড়ার সাঁকরাইল থানার মানিকপুর এলাকায়। তিনি বিজেপির এসসি ও এসটি সেলের রাজ্য কমিটির সদস্য ছিলেন জানা গিয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, আমডাঙার এক বিজেপি নেত্রীর সঙ্গে পরিচয় হয় হরিয়মের। দু’জনেই একই দল করায় তাদের মধ্যে সখ্যতা তৈরি হয়। এরপর বিজেপি নেত্রীকে চাকরি দেওয়ার প্রস্তাব দেয় হরিয়ম। তাকে বিশ্বাস করে চাকরির জন্য ১ লক্ষেরও বেশি টাকা দেন ওই বিজেপি নেত্রী। কিন্তু জোটেনি চাকরি।এই নিয়ে গত ৬ জুন হরিয়মের নামে আমডাঙা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তদন্তকারী অফিসার আসিফ মণ্ডলের নেতৃত্বে গতকাল, শনিবার রাতে তল্লাশি চলে হাওড়ার মানিকপুরে। সেখান থেকেই পুলিস অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করে। আজ, রবিবার তাকে বারাসত আদালতে তোলা হবে। সূত্রের খবর, তদন্তের স্বার্থে অভিযুক্ত বিজেপি নেতাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিস। 
  • Link to this news (বর্তমান)