রাস্তা দ্রুত মেরামতির দাবি তুলে শনিবার সকালে বিধাননগর পুরসভার ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডের মাঝে পথ অবরোধ করলেন বাসিন্দারা। প্রায় দু’ঘণ্টা ধরে বাঁশ ফেলে চলে পথ অবরোধ।শেষে ২৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি এবং পুরসভার পদস্থ ইঞ্জিনিয়ার সেখানে এসে দ্রুতমেরামতির আশ্বাস দিলে অবরোধ ওঠে।
স্থানীয়দের অভিযোগ, ভিআইপি রোড থেকে কেষ্টপুর হয়ে ওই রাস্তা নিউ টাউনের সঙ্গে মিশেছে। কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ওইরাস্তা গত কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। চলতি বছরে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েও তা ফের বন্ধ হয়ে যায়। বার বার বলেও কোনও সুরাহা মেলেনি। তাই বাধ্য হয়ে তাঁরা পথ অবরোধ করেছেন।স্থানীয় এক বাসিন্দা জানান, এই রাস্তার এক দিক মিশন বাজার, অপর দিক নিউ টাউনের সঙ্গে সংযুক্ত। ফলে এই রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি যাতায়াত করে। কিন্তু কয়েক বছর ধরে খানাখন্দের জেরে বেহাল দশা রাস্তাটির। দুর্ঘটনাও ঘটছে। এত দিন বাদে কাজ শুরু হলেও তা থমকে রয়েছে।
স্থানীয়দের দাবি, পুর প্রশাসন আশ্বাস দিয়েছেন যে, ৫জুলাইয়ের মধ্যে ওই রাস্তা চলাচলের যোগ্য করে তোলা হবে। তবে বৃষ্টির কারণে আপাতত পিচ ফেলা হবে না। ২৬ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সুশোভন (মাইকেল) মণ্ডল বলেন, ‘‘বৃষ্টি-সহনানা কারণে ঘোষপাড়া থেকে চণ্ডিবেড়িয়া অংশে রাস্তার কাজ শ্লথ হচ্ছিল। বাসিন্দাদের অভিযোগ ন্যায়সঙ্গত। তাঁদের দুর্ভোগপোহাতে হচ্ছে।’’ তাই অবরোধের কথা শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দ্রুত রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দেন। বাসিন্দারা জানান, প্রতিশ্রুতি মতো সময়ের মধ্যে রাস্তা চলাচলের যোগ্য না হলে তাঁরা ফের প্রতিবাদেনামবেন। তবে ২৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি এ দিন অবরোধস্থলে হাজির হলেও ২৫ নম্বরওয়ার্ডের পুর প্রতিনিধি পূর্ণিমা নস্করকে অবশ্য সেখানেদেখা যায়নি।