কাজের খোঁজে অবৈধ ভাবে ভারতে এসে গ্রেফতার বাংলাদেশি দম্পতি
আনন্দবাজার | ২৯ জুন ২০২৫
ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করল শিয়ালদহ রেল পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই দু’জনকে শিয়ালদহ স্টেশন থেকে ধরা হয়। রেল পুলিশের দাবি, ধৃতদের কাছে এ দেশে থাকার কোনও বৈধ নথি ছিল না। তাঁদের নাম রনি শেখ এবং মারিয়া খাতুন। রনি বাংলাদেশের কিশোরগঞ্জের এবং মারিয়া ময়মনসিংহের বাসিন্দা। আদালতে তোলা হলে বিচারক রনিকে পুলিশি হেফাজত এবং মারিয়াকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
ধৃতদের জেরা করে রেল পুলিশের তদন্তকারীরা জানতে পেরেছেন, মাস দুয়েক আগে দালাল মারফত কোনও বৈধ নথি ছাড়াই ওই দম্পতি বেনাপোলের কাছে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে প্রবেশ করেন। পরে সেখান থেকে তাঁরা বেঙ্গালুরু চলে যান। সেখানে তাঁরা পুরনো জিনিস কেনাবেচার কাজ করছিলেন। রেল পুলিশের কাছে ধৃতদের দাবি, বাংলাদেশে কাজের অভাব থাকায় তাঁরা এ দেশে এসেছিলেন কাজের সন্ধানে। কাজ খুঁজতেই তাঁরা বেঙ্গালুরু যান। কিন্তু সেখানকার পুলিশ অবৈধ ভাবে এ দেশে বসবাস করা বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করায় তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো ট্রেনে করে কলকাতায় চলে আসেন। তার পরে বৃহস্পতিবার বনগাঁ যাওয়ার ট্রেন ধরতে শিয়ালদহ স্টেশনে গিয়েছিলেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, এ দেশে প্রবেশ করার জন্য ওই দম্পতি দু’দেশের দালালদেরই সাহায্য নিয়েছিলেন। এমনকি, তাঁদের বৈধ ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া হবে বলেও ওই দালালেরা আশ্বাস দিয়েছিল। এক পুলিশকর্তা জানান, যাদের সাহায্য নিয়ে ওই বাংলাদেশি দম্পতি এ রাজ্যে প্রবেশ করেছিলেন, তাদের খোঁজ শুরু হয়েছে। ওই দালালদের খোঁজ পেলেই জানা যাবে, তারা কী ভাবে, কত জন বাংলাদেশি নাগরিককে অবৈধ ভাবে এ রাজ্যে ঢুকতে সাহায্য করেছে।