• রাজ্যস্তরের ফুটবলে হাওড়ার তিন বিদ্যালয়
    আনন্দবাজার | ২৯ জুন ২০২৫
  • সুব্রত মুখার্জি কাপ জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতায় হাওড়া জেলা থেকে বয়সভিত্তিক রাজ্যস্তরে খেলার ছাড়পত্র পেল তিনটি স্কুল। শনিবার হাওড়ার শৈলেন মান্না স্টেডিয়ামে জেলা স্তরের প্রতিযোগিতার ফাইনালে জিতেই মেলে এই সুযোগ।

    এ দিন ছাত্রদের অনূর্ধ্ব ১৫ বিভাগে জেতে বাগনানের বাঙালপুর ইউ সি হাইস্কুল। তারা ১-০ গোলে হারায় ডোমজুড়ের খসমরা উচ্চ বিদ্যালয়কে। ছাত্রদেরই অনূর্ধ্ব ১৭ বিভাগে জেতে ডোমজুড়ের ঝাঁপড়দহ ডিউক ইনস্টিটিউশন। তারা ১-০ গোলে হারায় উলুবেড়িয়ার খলিসানি জাতীয় বিদ্যাপীঠকে। আর ছাত্রীদের অনূর্ধ্ব ১৭ বিভাগে জেতে জগৎবল্লভপুরের মধ্য সন্তোষপুর উচ্চ বিদ্যালয়। তারা ১-০ গোলে হারায় পাঁচলার জয়নগর পল্লিশ্রী বিদ্যানিকেতনকে।

    জেলা স্কুল ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সহ সভাপতি শঙ্কর খাঁড়া বলেন, ‘‘রাজ্যস্তরে যে তিনটি স্কুল খেলার ছাড়পত্র পেল, তারা যাতে সেখানে ভাল ফল করে, তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হবে।’’ ফাইনাল খেলা দেখতে এ দিন হাজির ছিলেন হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী, মোহনবাগান ক্লাবের হকি বিভাগের সচিব শ্যামল মিত্র, জেলা স্কুল ক্রীড়া সংস্থার আহ্বায়ক মলয় মণ্ডল-সহআরও অনেকে।
  • Link to this news (আনন্দবাজার)