পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন জন যুবকের। শনিবার ভোরের দিকে পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা পঞ্চায়েতের অর্জুন মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরবাইক উল্টে যাওয়ায় ঘটনাস্থলেই মারা যান সুব্রত মণ্ডল (২৪), দীপঙ্কর মণ্ডল (১৯) ও মোস্তাকিন মণ্ডল (৩২)। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বছর উনিশের সঞ্জয় মণ্ডল (১৯)। মৃত ও আহত সকলেরই বাড়ি বসিরহাট থানার রাঘবপুর এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমায় এক ঠিকাদারের কাছে গভীর নলকূপ বসানোর কাজ করতে গিয়েছিলেন ওই চার জন। শুক্রবার রাতে রথের মেলা দেখার পরে মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেই সময়েই পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন ভোরে টানা বৃষ্টির মধ্যেই ওই মোটরবাইকটি খুব দ্রুত গতিতে অর্জুন মোড় এলাকার দিকে আসছিল। তখনই হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে সকলে বাইক থেকে ছিটকে পড়েন রাস্তার ধারের নর্দমায়। এলাকার লোকজন এসে দেখেন, চার যুবক নর্দমায় পড়ে আছেন। তাঁদের মধ্যে তিন জনের দেহে কোনও সাড় নেই। এক জনকে সঙ্কটজনক অবস্থায় উদ্ধার করে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে আহত সঞ্জয়কে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তাঁকে পাঠানো হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, বৃষ্টিতে ভেজা রাস্তায় অতিরিক্ত গতি তোলায় এই দুর্ঘটনা ঘটেছে।’’ স্থানীয় মানুষ জানিয়েছেন, একে তো চার যুবক একটি বাইকে যাচ্ছিলেন, তার উপরে কারও মাথাতেই হেলমেট ছিল না।