• কসবাকাণ্ডের নির্যাতিতার অভিযোগের প্রমাণ মিলে গেল! সিসিটিভি-তে ভয়ঙ্কর দৃশ্য পেল পুলিশ!
    News18 বাংলা | ২৯ জুন ২০২৫
  • কলকাতা: সত‍্যতা মিলছে সাউথ ক্যালকাটা ল’ কলেজের নির্যাতিতার অভিযোগের। জোর করে কলেজ গেট থেকে ভিতরে নিয়ে যাওয়ার যে অভিযোগ তিনি করেছিলেন, সিসিটিভি ফুটেজে মিলেছে সেই দৃশ‍্য।

    গেট থেকে জোর করে নির্যাতিতাকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর। নির্যাতিতা যখন অসুস্থ বোধ করে পালিয়ে যাওয়ার জন‍্য বেরিয়ে এসেছিলেন। এসে দেখেছিলেন মেন গেট তালা বন্ধ অবস্থায়। সেই মুহূর্তে মনোজিতের দুই সহযোগী নির্যাতিতাকে জোর করে ইউনিয়ন রুমের দিকে নিয়ে গিয়েছে। এই অভিযোগ ছিল লিখিত বয়ানে। সত‍্যতা যাচাইয়ে সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে। তাতে এই দৃশ‍্য রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।

    শনিবারই সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে নির্যাতনকাণ্ডে তদন্তের প্রয়োজনে ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ৷ ইতিমধ্যেই লিখিত আকারে যে অভিযোগ তিনি দিয়েছেন সেখানে বিবরণ দিয়েছেন৷ সেই বিবরণ অনুযায়ী কোন সময় কোথায়, কোথায় কী কী তার সঙ্গে ঘটেছে, পুরো ঘটনাশৃঙ্খল খতিয়ে দেখা হয়৷ নিগৃহীতার বিবরণ থেকে ডায়াগ্রাম বানিয়ে সব কিছু সরেজমিনে দেখা হচ্ছে৷ এই পুনঃ-প্রক্রিয়া আগামিদিনে মামলার বিচারপ্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠবে বলেই ধারণা তদন্তকারীদের৷

    এর পর অভিযুক্তদের দিয়ে এই তদন্ত-প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা হবে৷ অভিযোগকারিণী এবং অভিযু্ক্ত-দু’ তরফের উভয় দিকেই এই প্রক্রিয়ার পর সেই তথ্য যাচাই করা হবে৷ প্রসঙ্গত গত ২৫ জুন গড়িয়াহাটে সাউথ ক্যালকাটা ল’ কলেজে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ অভিযোগ দায়ের হওয়ার পরই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ এই ঘটনার তদন্তে শনিবার যে পাঁচ সদস্যের সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে থাকছেন এসি (এসএসডি) প্রদীপ ঘোষাল৷

    এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে রয়েছেন গণধর্ষণে অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্রনেতা মনোজিৎ মিশ্র, জায়েদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়৷ এ ছাড়াও ওই কলেজের একজন নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগপত্রে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন, ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১০টা বেজে ৫০ মিনিট পর্যন্ত প্রথম ইউনিয়ন রুমে ও তারপরে গার্ড রুমে তাঁর উপরে অত্যাচার চালানো হয়৷ ঠিক সেই সময় কারা কলেজে ঢুকেছিল, ঘটনাস্থলের আশেপাশে যাদের দেখা গেছে তাদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অতন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা৷ আর সেখানেই ছাত্রীকে জোর করে নিয়ে যাওয়ার দৃশ্যও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
  • Link to this news (News18 বাংলা)