সাউথ ক্যালকাটা ল’ কলেজকাণ্ডে তদন্তের প্রয়োজনে এ বার নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গেল পুলিশ
News18 বাংলা | ২৯ জুন ২০২৫
কলকাতা: সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে নির্যাতনকাণ্ডে তদন্তের প্রয়োজনে এ বার নির্যাতিতাকে ঘটনাস্থলে নিয়ে গেল পুলিশ৷ ইতিমধ্যেই লিখিত আকারে যে অভিযোগ তিনি দিয়েছেন সেখানে বিবরণ দিয়েছেন৷ সেই বিবরণ অনুযায়ী কোন সময় কোথায়, কোথায় কী কী তার সঙ্গে ঘটেছে, পুরো ঘটনাশৃঙ্খল খতিয়ে দেখা হবে৷ নিগৃহীতার বিবরণ থেকে ডায়াগ্রাম বানিয়ে সব কিছু সরেজমিনে দেখা হচ্ছে৷ এই পুনঃ-প্রক্রিয়া আগামিদিনে মামলার বিচারপ্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠবে বলেই ধারণা তদন্তকারীদের৷
এর পর অভিযুক্তদের দিয়ে এই তদন্ত-প্রক্রিয়ার পুনরাবৃত্তি করা হবে৷ অভিযোগকারিণী এবং অভিযু্ক্ত-দু’ তরফের উভয় দিকেই এই প্রক্রিয়ার পর সেই তথ্য যাচাই করা হবে৷ প্রসঙ্গত গত ২৫ জুন গড়িয়াহাটে সাউথ ক্যালকাটা ল’ কলেজে ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ অভিযোগ দায়ের হওয়ার পরই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ এই ঘটনার তদন্তে শনিবার যে পাঁচ সদস্যের সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে তার নেতৃত্বে থাকছেন এসি (এসএসডি) প্রদীপ ঘোষাল৷
এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতদের মধ্যে রয়েছেন গণধর্ষণে অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্রনেতা মনোজিৎ মিশ্র, জায়েদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়৷ এ ছাড়াও ওই কলেজের একজন নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ৷ অভিযোগপত্রে নির্যাতিতা ছাত্রী জানিয়েছেন, ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ১০টা বেজে ৫০ মিনিট পর্যন্ত প্রথম ইউনিয়ন রুমে ও তারপরে গার্ড রুমে তাঁর উপরে অত্যাচার চালানো হয়৷ ঠিক সেই সময় কারা কলেজে ঢুকেছিল, ঘটনাস্থলের আশেপাশে যাদের দেখা গেছে তাদের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ অতন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা৷