নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন মরশুমে একাধিক কোচিং স্টাফ বদল করছে ইস্টবেঙ্গল। ব্যতিক্রম নয় গোলকিপার কোচও। সূত্রের খবর, লাল-হলুদের নতুন গোলরক্ষক কোচ হতে চলেছেন সন্দীপ নন্দী। বিদেশি কোচের বদলে এবার ভারতীয় মুখই টিম-ম্যানেজমেন্টের ভরসা। আশিয়ানজয়ী ইস্টবেঙ্গলের অন্যতম সদস্য সন্দীপ। লাল-হলুদ জার্সিতে দাপিয়ে খেলেছেন দীর্ঘদিন। ড্রেসিং-রুমের পালস জানেন। সবচেয়ে বড় কথা, গোলকিপার কোচ হিসাবেও তাঁর সুনাম রয়েছে। এদিকে, আইএসএলের জট না কাটা পর্যন্ত রিক্রুটমেন্ট বন্ধ লাল-হলুদে। বিদেশিদের মধ্যে আপাতত মিগুয়েল, রশিদ ও দিয়ামানতাকোস নিশ্চিত। সাউল ক্রেসপোকে রিলিজ করা সম্ভব হলে একজন ডিফেন্ডার কাম ব্লকার নেওয়ার ভাবনা রয়েছে।