• রেফারি নেই, লিগে ম্যাচ স্থগিত মহমেডানের
    বর্তমান | ২৯ জুন ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যত কাণ্ড ঘরোয়া লিগে। রেফারি অমিল। তাই স্থগিত রইল রবিবারের মহমেডান স্পোর্টিং বনাম পিয়ারলেস ম্যাচ। এজিএমের কারণে কোনও রেফারি পাওয়া সম্ভব নয়। তাই ম্যাচ পিছিয়ে দেওয়া ছাড়া গতি নেই আইএফএ’র। এই বিষয়ে সচিব অনির্বাণ দত্তের মন্তব্য, ‘আমরা নিরুপায়। রবিবার ম্যাচ পরিচালনার জন্য কোনও রেফারি পাওয়া যাবে না।’

    এদিকে, উলুবেড়িয়ায় ক্যালকাটা পুলিসকে ১-০ ব্যবধানে হারায় ইউনাইটেড কলকাতা। একমাত্র গোলদাতা জিতেন মুর্মু। বিধাননগরে খিদিরপুর ১ -০ গোলে বশ মানাল উয়াড়িকে। জাল কাঁপান প্রসেনজিৎ চক্রবর্তী। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ২-১ ব্যবধানে পরাস্ত করল এরিয়ানকে। সাহিল হরিজন ছাড়াও লালরেমরুয়াতা স্কোরশিটে নামে তোলেন। কাদা মাঠেও সাহিলের দুরন্ত লক্ষ্যভেদ দেখে মুগ্ধ বিশেষজ্ঞরা। এরিয়ানের হয়ে ব্যবধান কমান সফিক আলি গায়েন। তবে বৃষ্টিতে রবীন্দ্র সরোবর মাঠের অবস্থা বেহাল। তাই নিয়ে দু’দলের কোচই ক্ষুব্ধ। কল্যাণীতে লিড নিয়েও ড্র ভবানীপুরের। সানা থোই এগিয়ে দিয়েছিলেন ভবানীপুরকে। কিন্তু সংযোজিত সময়ে বক্সের বাইরে থেকে শটে সমতা ফেরান শৌভিক ঘোষাল।
  • Link to this news (বর্তমান)