কাঁচা পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা, প্রভাব পড়ল পেট্রাপোলে
বর্তমান | ২৯ জুন ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: আগে একাধিক পণ্যের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। এবার বাংলাদেশ থেকে জুট আমদানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করল। শুক্রবার একটি নির্দেশিকা প্রকাশ হয়েছে। তাতে আছে, কাঁচা পাট ও পাটজাত কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পেট্রাপোল সীমান্ত সহ দেশের একাধিক স্থলবন্দর দিয়ে এইপ্রকার পণ্য আমদানি করা যাবে না। নতুন করে বাংলাদেশ থেকে পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার প্রভাব সরাসরি পড়ছে পেট্রাপোল সীমান্তে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা। পেট্রাপোল সূত্রে জানা গিয়েছে, সীমান্ত দিয়ে প্রতিদিন পাটজাত পণ্য বোঝাই ৬০ থেকে ৭০টি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে আসত। ট্রাকে মাল ওঠানো নামানোর কাজে বহু শ্রমিক যুক্ত ছিলেন। নিষেধাজ্ঞা জারির কারণে তাঁরা কর্মহীন হয়ে পড়বেন।
দেশের অন্যতম স্থলবন্দর হল পেট্রাপোল। এই বন্দর দিয়ে শয়ে শয়ে পণ্য বোঝাই ট্রাক ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করে। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘নতুন করে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় শ্রমিকদের মধ্যে প্রভাব পড়বে। কাজ হারাবেন তাঁরা। এর প্রভাব ব্যবসাতেও পড়বে।’ পেট্রাপোল শুল্ক দপ্তরের ডেপুটি কমিশনার দিব্যেন্দু দাস বলেন, ‘সরকার কাঁচা পাট ও পাটজাত কিছু পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার থেকেই তা কার্যকর হয়েছে।’ উত্তর ২৪ পরগনা জেলার আর একটি স্থলবন্দর বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়েও একইভাবে বাংলাদেশ থেকে আমদানিতে নিষেধাজ্ঞা জারির প্রভাব পড়েছে।