• দিঘায় জগন্নাথ দর্শনে যাচ্ছেন? গর্ভগৃহে নিষিদ্ধ মোবাইল, নিয়ম না মানলেই কড়া শাস্তি
    এই সময় | ২৯ জুন ২০২৫
  • দিঘার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে এ বার থেকে ছবি তোলা কঠোর ভাবে নিষিদ্ধ। বাঙালির সব সময়ের প্রিয় ডেস্টিনেশন দিঘা। সারা বছরেই কমবেশি পর্যটকের আনাগোনা লেগেই থাকে দিঘার সমুদ্র সৈকতে। চলতি বছর থেকে দিঘার মুকুটে বাড়তি আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জগন্নাথ মন্দির। ৩১ শে এপ্রিল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা।

    সূত্রের খবর, দিঘার জগন্নাথ মন্দিরে প্রায় প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। যাঁরাই মন্দিরে প্রবেশ করছেন মোবাইলে মন্দিরের ছবি, গর্ভগৃহের ছবি এবং জগন্নাথের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন। যার জেরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে মন্দির চত্বরে। সমস্যায় পড়ছেন পুরোহিত থেকে শুরু করে জগন্নাথ দর্শনে আসা অন্য ভক্তরাও। তাই সমস্যার সমাধানে গর্ভগৃহে ছবি না তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

    মন্দিরের গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ হলে সুষ্ঠু ভাবে জগন্নাথের দর্শন ও পুজো দেওয়া যাবে বলে আশাবাদী প্রশাসন। এ ছাড়াও চলতি বছর রথে লক্ষাধিক ভক্ত দর্শন করতে এসেছিলেন দিঘার জগন্নাথ মন্দির। কিন্তু ছবি তোলা নিয়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় মন্দিরের ভিতরে।

    দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য তথা কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস বলেন, ‘জগন্নাথের দর্শন করতে আসা ভক্তরা মোবাইলে ছবি তোলার কারণে গর্ভগৃহে প্রচুর ভিড় হচ্ছে। যার ফলে সমস্যা হচ্ছে পুজো করার ক্ষেত্রে। প্রশাসনের কাছে বিষয়টি জানাতেই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

    পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য্য বলেন, ‘গর্ভগৃহের ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন এজেন্সি, পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদেরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ ভাবে নজরদারি করার জন্য। যদি কেউ নিয়ম না মানে তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)